জাতিসংঘের এক বিশেষ সংস্থা হল ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন (ইউনেস্কো)। এই সংস্থা মূলত শিক্ষা, কলা, বিজ্ঞান ও সংস্কৃতিতে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিশ্ব শান্তি ও নিরাপত্তার উন্নয়নের লক্ষ্যে কাজ করে। ইউনেস্কোর সচিবালয় সম্পর্কিত প্রশাসনিক ও কৌশলগত কাজ কী ভাবে হয় তা প্রশিক্ষণ দিতে চলেছে এই সংস্থা।
ইন্টার্ন নেওয়া হবে। মিটিং প্রস্তুতিতে সহায়তা করা, গভর্নিং বডির সদস্যদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা, বিভিন্ন বৈঠকের রিপোর্ট লেখা ও সংরক্ষণ করে রাখা এবং প্রশাসনিক সহায়তা দেওয়া-সহ আরও কাজ শেখার সুযোগ রয়েছে। বেশিরভাগ কাজই ইউনেস্কোর দফতরে হবে, তবে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে ‘হাইব্রিড’ অথবা ‘রিমোট ওয়ার্ক’-এর সুযোগ রয়েছে। এই ইন্টার্নশিপটি বিনামূল্যে করানো হয়। এ জন্য কোনও সম্মানদক্ষিণা দেওয়া হয় না।
আরও পড়ুন:
আবেদনকারীর বয়স ২০ বছরের বেশি হতে হবে। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর যোগ্যতা থাকা চাই। ইংরেজি অথবা ফরাসি ভাষায় পারদর্শী হওয়া চাই।
আবেদন করা যাবে অনলাইনেই। ইউনেস্কোর ওয়েবসাইটে গিয়ে ‘কেরিয়ার’-এ গেলে এই সংক্রান্ত তথ্য দেখা যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদন প্রক্রিয়া ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। বাছাই করা প্রার্থীদের ‘ই মেল’-এর মাধ্যমে যোগাযোগ করা হবে। ইউনেস্কোর ওয়েবসাইটে গেলেই এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে।