তিনটি বিষয়ে সার্টিফিকেট কোর্সের সুযোগ দিচ্ছে পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। সম্প্রতি এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর কন্টিনিউয়িং অ্যান্ড অ্যাডাল্ট এডুকেশন (সিসিএই)-এর তরফে সমস্ত কোর্স করানো হবে। সংশ্লিষ্ট বিষয়গুলি হল— ফান্ডামেন্টাল অ্যান্ড অ্যাপ্লায়েড বায়োটেকনোলজি, আর্ট অ্যান্ড ক্রাফ্ট এবং নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং। সব ক’টি কোর্সই তিন মাস মেয়াদের সার্টিফিকেট কোর্স। ফান্ডামেন্টাল অ্যান্ড অ্যাপ্লায়েড বায়োটেকনোলজিতে মোট আসন সংখ্যা রয়েছে ৩০টি। এই কোর্সের মাধ্যমে বায়োটেকনোলজির ভিত্তিগত ও প্রায়োগিক দিকগুলি সম্পর্কে শেখানো হবে। কোর্স ফি পাঁচ হাজার টাকা। আবেদনের জন্য বিজ্ঞান-সহ দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। আর্ট অ্যান্ড ক্রাফ্ট বিভাগে ৩০টি আসন সংখ্যা রয়েছে। কোর্স ফি তিন হাজার টাকা। আবেদনের জন্য মাধ্যমিক উত্তীর্ণ হওয়া প্রয়োজন। নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং বিষয়ে পড়ার সুযোগ পাবেন ৫০ জন। এক হাজার টাকা কোর্স ফি। আবেদনের জন্য প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
প্রথমে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আগ্রহীদের ২০০ টাকা জমা দিয়ে একটি ফর্ম পূরণ করে আবেদনপত্র জমা দিতে হবে। অফলাইন ও অনলাইন দু’ভাবেই জমা দেওয়া যাবে আবেদনপত্র। ২ এপ্রিল আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।