Advertisement
২৫ এপ্রিল ২০২৪
railway

পূর্ব রেলওয়েতে সিনিয়র রেসিডেন্ট পদে নিয়োগ, কী যোগ্যতা প্রয়োজন?

ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া চলবে।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২২ ১৭:২৩
Share: Save:

পূর্ব রেলওয়েতে সিনিয়র রেসিডেন্ট পদে দু’টি বিভাগে নিয়োগ করা হবে। ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া চলবে। পূর্ব রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এক নজরে দেখে নিন বিস্তারিত।

  • তারিখ: ৬ ডিসেম্বর ২০২২
  • সময়: দুপুর ২টো থেকে
  • ঠিকানা: মেডিক্যাল ডিরেক্টরের অফিস, বি আর সিং হাসপাতাল, পূর্ব রেলওয়ে, শিয়ালদহ, কলকাতা-৭০০০১৪।
  • রিপোর্টিংয়ের সময়: রেজিস্ট্রেশন এবং নথিপত্র যাচাইয়ের জন্য বেলা ১১টা।
  • বিভাগ: জেনারেল সার্জারি এবং প্যাথোলজি।
  • যোগ্যতা:

স্নাতকোত্তর বা ডিএনবি যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে ৩৭ বছর। পোস্ট-ডক্টরাল ডিগ্রি যে প্রার্থীদের থাকবে, তাঁদের জন্য ৪০ বছর।

ইন্টারভিউয়ের তারিখের ৫ বছরের মধ্যে শুধু মাত্র স্নাতকোত্তর ডিগ্রি বা ডিএনবি পাশ করা প্রার্থীদের বিবেচনা করা হবে।

  • বেতন: কেন্দ্রীয় সরকারের প্রচলিত নিয়ম অনুয়ায়ী দেওয়া হবে।
  • মেয়াদ: সিনিয়র রেসিডেন্ট পদে নিয়োগের জন্য চুক্তির মেয়াদ ৩১ অগস্ট ২০২৩ তারিখ পর্যন্ত। যেটি পরবর্তী সময় আরও দু’বছরের জন্য সম্প্রসারণ হতে পারে।

https://er.indianrailways.gov.in/ এই ওয়েবসাইট থেকে ইচ্ছুক প্রার্থীরা এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE