নার্সিং-এ স্নাতকোত্তর স্তরে ভর্তির প্রবেশিকার দিন ঘোষণা করল রাজ্য জয়েন্ট বোর্ড। চলতি বছরের ১৯ অক্টোবর জয়েন্ট এন্ট্রান্স ফর মাস্টার অফ সায়েন্স ইন নার্সিং-এর (জেইএমএসসিএন) নেওয়া হবে। ওই পরীক্ষায় উত্তীর্ণেরা রাজ্যের কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতকোত্তর স্তরে ভর্তি হতে পারবেন।
কারা পরীক্ষা দিতে পারবেন?
- নার্সিং-এ স্নাতক হলেই এই পরীক্ষা দেওয়া যাবে। এ ছাড়াও নার্সিং বিষয়ে পোস্ট বেসিক ব্যাচেলর অফ সায়েন্স (বিএসসি) ডিগ্রি অর্জন করেছেন, এমন প্রার্থীরাও পরীক্ষা দিতে পারবেন। এ ক্ষেত্রে বয়সের কোনও ঊর্ধ্বসীমা নেই।
- এ ছাড়াও সরকারি হাসপাতালে নার্স হিসাবে কাজ করছেন, এমন ব্যক্তিরাও এই পরীক্ষায় বসতে পারবেন। এ ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৫৩ বছর।
আরও পড়ুন:
পরীক্ষার ধরন:
- ১০০টি মাল্টিপল চয়েস কোয়েশ্চন-এর উত্তর দিতে হবে ৯০ মিনিটের মধ্যে। প্রশ্ন ইংরেজি ভাষায় করা হবে।
- প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য এক নম্বর দেওয়া হবে। ভুল উত্তরের জন্য নম্বর কাটা যাবে।
পরীক্ষার সময়:
- ১৯ অক্টোবর দুপুর ২ টো থেকে বিকেল ৩টে ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা চলবে। কলকাতার বিধাননগর কিংবা নিউ টাউন জ়োনে পরীক্ষাকেন্দ্র হতে চলেছে।
- তার আগে ১৪ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত অ্যাডমিট কার্ড রাজ্য জয়েন্ট বোর্ডের ওয়েবসাইট (wbjeeb.in) থেকে ডাউনলোড করতে পারবেন।
আবেদনের সূচি:
- ২০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।
- আবেদনমূল্য ৩,০০০ টাকা।
- ফর্মের ত্রুটি সংশোধনের জন্য ১৪ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত পোর্টাল চালু থাকবে।
আরও পড়ুন:
কোথায় ভর্তি হওয়া যাবে?
বাঁকুড়া সন্মেলনী মেডিক্যাল কলেজ, ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি, নীলরতন সরকার মেডিক্যাল কলেজ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকোমোটর ডিজ়্যাবিলিটিজ়, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, আরজিকর মেডিক্যাল কলেজ, বর্ধমান মেডিক্যাল কলেজ, গর্ভনমেন্ট কলেজ অফ নার্সিং, কালিম্পং; বেলেঘাটা আইডি হাসপাতাল, মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল।