২০২৫ এসএলএসটি পরীক্ষার্থীদের আবেদনের সময় ভুলভ্রান্তি ঠিক করার জন্য পাঁচ দিনের জন্য পোর্টাল খুলতে চলেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)।
৩০ জুলাই থেকে ৩ অগস্ট পর্যন্ত ভুলভ্রান্তি সংশোধন করতে পারবেন আবেদনকারীরা। কী কী বিষয় তাঁরা সংশোধন করতে পারবেন তা-ও বিস্তারিত উল্লেখ করা হয়েছে এসএসসি তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে। নবম-দশম ও একাদশ- দ্বাদশ শ্রেণির সকল প্রার্থীরাই এই সুযোগ পাবেন।
আরও পড়ুন:
নাম, জন্মের সময়কার তারিখ ও সাল, লিঙ্গ, ফোটোর মধ্যে সিগনেচার এই বিষয়গুলি সংশোধন করতে পারবেন আবেদনকারীরা। তবে সবটাই করতে হবে অনলাইনে।
২১ জুলাই রাত ১১:৫৯ মিনিটে শেষ হয়েছে আবেদনপ্রক্রিয়া। সেখানে দেখা যাচ্ছে মোট ৫ লক্ষ ৮৪ হাজারের মতো পরীক্ষার্থী ফর্ম পূরণ করেছেন। যার মধ্যে নবম-দশমে আবেদন করেছেন তিন লক্ষ ৩০ হাজার মতো পরীক্ষার্থী। একাদশ-দ্বাদশে আবেদন করেছেন দু’লক্ষ ৫৪ হাজার পরীক্ষার্থী।
এসএসসি-র তরফ থেকে ‘যোগ্য’দের যে তালিকা প্রকাশ করা হয়েছিল সেখানে ১৫,৪০৩ জনের নাম উল্লেখ ছিল। পরে এসসসি-র তরফে আদালতে ১,৮০১ জন ‘অযোগ্য’-এর নথি জমা দেওয়া হয়েছিল। এসএসসি-র দেওয়া তথ্য অনুযায়ী ফর্ম পূরণ করলেন ১৩,৭০০ জন। অর্থাৎ ১১ শতাংশ ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষিকা এই নয়া প্রক্রিয়ায় যোগ দেননি। প্রায় ৮৯ শতাংশ ‘যোগ্য’ প্রার্থী যোগ দিয়েছেন।
যদিও এই ১৫,৩০৩ জন ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষিকা এখনও স্কুলে কর্মরত। সুপ্রিম কোর্টের নির্দেশে ৩১ ডিসেম্বর পর্যন্ত তাঁরা স্কুলে পড়াতে পারবেন। ৩ এপ্রিল নিয়োগে দুর্নীতির অভিযোগে ২০১৬ সালের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর প্যানেল বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট।
২০১৬ এসএলএসটি পরীক্ষার জন্য প্রায় ২ লক্ষ ৭৫ হাজার মতো প্রার্থী আবেদন করেন। তার মধ্যে নবম-দশমে আবেদনের সংখ্যা ছিল ১ লক্ষ ৩৫ হাজার। আর একাদশ-দ্বাদশ শ্রেণিতে আবেদন করেন ২ লক্ষ ৭৫ হাজার মতো।