Advertisement
E-Paper

রাজ্যের ৮৫টি কলেজে আসবেন নতুন অধ্যক্ষ! কলেজ সার্ভিস কমিশন দিচ্ছে সুপারিশপত্র

কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন ১৯টি কলেজে অধ্যক্ষ নিয়োগ হয়েছে। উল্লেখযোগ্য কলেজগুলির মধ্যে রয়েছে আনন্দমোহন কলেজ, বিআর আম্বেদকর কলেজ, ভাঙ্গড় মহাবিদ্যালয়, মহারাজা শ্রীশচন্দ্র কলেজ, নেতাজি নগর কলেজ, শ্যামাপ্রসাদ কলেজও।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৫ ১৭:১৪
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

গত কয়েক বছরে রাজ্যের একাধিক সরকার পোষিত কলেজে ফাঁকা হয়েছে অধ্যক্ষ পদ। যোগ্য প্রার্থীদের থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছিল ২০২৪-এই। কিন্তু চলতি বছরও নিয়োগ হয়নি। এ বার কলকাতা-সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীন ৮৫টি কলেজে অধ্যক্ষ নিয়োগের অনুমোদন দিল কলেজ সার্ভিস কমিশন।

জানা গিয়েছে, গত সোমবার থেকেই সুপারিশ পত্র পেতে শুরু করেছেন মনোনীত প্রার্থীরা। কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান দীপক কর বলেন, “কোন‌ও কলেজে যাতে অধ্যক্ষ পদ শূন্য না থাকে, সে জন্য আমরা সব রকম প্রস্তুতি রাখছি। তৎপরতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছি। আগামী এক বছর এই প্যানেল বৈধ থাকবে।”

জানা গিয়েছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন ১৯টি কলেজে অধ্যক্ষ নিয়োগ হয়েছে। উল্লেখযোগ্য কলেজগুলির মধ্যে রয়েছে আনন্দমোহন কলেজ, বিআর আম্বেদকর কলেজ, ভাঙ্গড় মহাবিদ্যালয়, মহারাজা শ্রীশচন্দ্র কলেজ, নেতাজি নগর কলেজ, শ্যামাপ্রসাদ কলেজও।

কলকাতা বিশ্ববিদ্যালয় ছাড়াও ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে অধীনে ৮টি কলেজ, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনে ৬টি, সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ে অধীনে ৩টি, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে ১০টি, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীনে ৮টি, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অধীনে ৪টি, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে ৭টি, কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় অধীনে ৩টি, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে ১২টি এবং বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধীনে ৫টি কলেজে অধ্যক্ষ পদ পূরণ হতে চলেছে।

২০২৪ সালে অধ্যক্ষ নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয় কলেজ সার্ভিস কমিশনের তরফ থেকে। কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে প্রায় এক বছর সময় লেগে গেল। বিলম্বের কারণ হিসাবে কমিশন উল্লেখ করেচে, মামলার কথা। আগের বার অধ্যক্ষ নিয়োগ নিয়ে বেশ কয়েকটি মামলা হয়েছিল। সেগুলির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন নিয়োগ সম্পন্ন করা যাচ্ছিল না। কর্তৃপক্ষ জানিয়েছেন, তাঁরা সুপারিশপত্র দিয়ে দেওয়ার পর কলেজ পরিচালন সমিতি অধ্যক্ষদের নিয়োগপত্র দেবে।

সূত্রের খবর, ৮৫টি কলেজের অধ্যক্ষ পদের জন্য আবেদন জমা পড়েছিল ৪২০টি। সেখান থেকে ৩১৬ প্রার্থীকে ডাকা হয় ইন্টারভিউয়ে। ১১টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিয়ে একটি প্যানেল গঠন করা হয়। তাঁরাই মোট ১৪০ জন প্রার্থীকে বেছে নিয়ে চূড়ান্ত প্যানেল তৈরি করেন।

উল্লেখ্য, ২০২২-এ কলেজ সার্ভিস কমিশন প্রায় ৭০-৮০টি কলেজে অধ্যক্ষ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল।

WBCSC recommendation
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy