স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ হল। পরীক্ষা গ্রহণের ৫৪ দিনের মাথায় এই ফলপ্রকাশ করল কমিশন। ফলপ্রকাশের পাশাপাশি আনসার কি-ও প্রকাশ করা হল। পরীক্ষার্থীরা westbengalssc.com ওয়েবসাইটে গিয়ে তাঁদের ফলাফল দেখতে পারবেন। কবে থেকে নথি যাচাই করা যাবে তাও জানাল এসএসসি। স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে শুক্রবার রাত ৯.৩০ মিনিট নাগাদ ফল প্রকাশ করা হলেও রাত ১১.১৫ মিনিট পর্যন্ত ফল দেখতে পারছেন না পরীক্ষার্থীরা।
গত ১৪ সেপ্টেম্বর পরীক্ষার আয়োজন করা হয়েছিল। রাজ্যের ৪৭৮টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হয়। পরীক্ষা নেওয়া হয় মোট ৩৫টি বিষয়ে। প্রতি বিষয়ে পরীক্ষার মোট নম্বর ছিল ৬০।
এসএসসি-র তরফে জানানো হয়েছে, শিক্ষক নিয়োগে মোট শূন্যপদ ৩৫ হাজার ৭২৬ জন। তার মধ্যে উচ্চ মাধ্যমিক স্তরে শূন্য পদের সংখ্যা ১২ হাজার ৫১৪। একাদশ-দ্বাদশ শ্রেণিতে আবেদন করেছিলেন দু’লক্ষ ৪৬ হাজার ৫৪৩ জন। তাঁদের মধ্যে ৩,১২০ জন বিশেষ ভাবে সক্ষম। পরীক্ষায় বসেছিলেন ২ লক্ষ ২৯ হাজার ৬০৬ জন।
আরও পড়ুন:
পরীক্ষার্থীদের এসএসসি-র ওয়েবসাইটে গিয়ে প্রথমে লগ ইন করতে হবে। তার পর ‘ড্যাশবোর্ড’ থেকে নিজেদের রোল নম্বর বেছে নিতে হবে। সেখান থেকে ‘ভিউ রেজ়াল্ট’ ‘বাটন’-এ ক্লিক করলেই নিজেদের ফলাফল দেখতে পারবেন তাঁরা। এসএসসি সূত্রের খবর, কয়েকদিনের মধ্যেই কারা কারা ইন্টারভিউতে ডাক পাচ্ছে তার তালিকা প্রকাশ করা হবে। এর পর তাঁদের নথি যাচাইকরণ শুরু হবে ১৭ ই নভেম্বর থেকে।
উল্লেখ্য, নবম দশম ও একাদশ-দ্বাদশ মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৫ লাখ ২৫ হাজার। নবম-দশম-এ শূন্যপদ ২৩ হাজার ২১২টি। পরীক্ষায় বসেছেন ২ লক্ষ ৯৩ হাজার ১৯২ জন।
নিয়োগ প্রক্রিয়া যাতে দ্রুত শেষ করা যায়, সে জন্য ১০০টি শূন্যপদের জন্য ডাক পাবেন ১৬০ জন চাকরিপ্রার্থী। এর ফলে ৩৫ হাজার ৭২৬ টি শূন্যপদের জন্য ডাক পাবেন ৬০ হাজার চাকরিপ্রার্থী। এর আগে পর্যন্ত ডাকা হত ১:৪ অনুপাতে। একাদশ-দ্বাদশের ইন্টারভিউ আগে নেওয়া নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা দফতরের এক আধিকারিকের বক্তব্য, নবম-দশমের তুলনায় একাদশ-দ্বাদশে শূন্যপদের সংখ্যা অর্ধেক। সেই হিসাবে ইন্টারভিউয়ে ডাক পাবেন তুলনায় অনেক কম প্রার্থী। প্রায় ২১ হাজার। তাই এই প্রক্রিয়া দ্রুত ও আগে শেষ করা হবে।