Advertisement
০৩ অক্টোবর ২০২৩
West Bengal State University

জীবন বিজ্ঞান নিয়ে পড়েছেন? ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে রয়েছে কাজের সুযোগ

প্রথমে ১ থেকে ৩ বছর কাজের মেয়াদ থাকবে। তবে, প্রয়োজন অনুযায়ী মেয়াদ বাড়তে পারে।

ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি।

ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ জুন ২০২৩ ১৬:৪৯
Share: Save:

ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

প্রোজেক্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট-১ নেওয়া হবে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ দ্বারা আয়োজিত বিশেষ প্রজেক্টের কাজে এই পদে নিয়োগ করা হবে কর্মী। প্রথমে ১ থেকে ৩ বছর কাজের মেয়াদ থাকবে। তবে, প্রয়োজন অনুযায়ী মেয়াদ বাড়তে পারে। আবেদনকারীর যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জীবন বিজ্ঞানে স্নাতকোত্তর যোগ্যতা থাকা দরকার। নেট/গেট/সেট উত্তীর্ণ হলে অগ্রাধিকার দেওয়া হবে। প্রতি মাসে ৩১ হাজার টাকা করে দেওয়া হবে।

‘ওয়াক ইন ইন্টারভিউ’-এর মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউ হবে ১৩ জুন। ওই দিন সকাল ১১টার মধ্যে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় পৌঁছে যেতে হবে প্রার্থীদের। বিস্তারিত জীবনপঞ্জি, আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে রাখা দরকার।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ওয়েবসাইটটি দেখতে পারেন। এ ছাড়াও বিজ্ঞপ্তিতে দেওয়া মেল আইডি-তে যোগাযোগ করেও বিস্তারিত বিষয় জানা যাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE