৩৫তম জাতীয় গেমসে বিপর্যয়! হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন মহারাষ্ট্রের নেটবল খেলোয়াড় ময়ূরেশ পওয়ার (২১)। সোমবার কেরলের তিরুঅনন্তপুরমে গেমসের ঘটনা।
গেমসের এক আধিকারিক জানিয়েছেন, এ দিন সকালে অনুশীলনের পর হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাত্ই পড়ে যান ময়ূরেশ। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকেরা। ওই আধিকারিক বলেন, “ভেলায়ানির ইন্ডোর স্টেডিয়ামে সতীর্থদের সঙ্গে প্র্যাকটিসের পর নিজের ঘরে ফিরছিলেন ময়ূরেশ। সে সময়ই হৃদরোগে আক্রান্ত হন তিনি।”
ময়নাতদন্তের পর ময়ূরেশের দেহ তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন গেমস কর্তৃপক্ষ।