Advertisement
০৭ মে ২০২৪

চেলসিকে আটকে শেষ আটে সঁ জঁ, জিতল বায়ার্নও

প্রাক্তন শিষ্যদের কাছেই শেষ পর্যন্ত হারতে হল হোসে মোরিনহোকে। স্ট্যামফোর্ড ব্রিজে ঘরের মাঠে দশ জনের প্যারিস সঁ জঁ-এর সঙ্গে ২-২ ড্র করে চ্যম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল চেলসি। অ্যাওয়ে গোলের ভিত্তিতে রিয়াল, পোর্তোর সঙ্গে কোয়ার্টার ফাইনালে পৌঁছল লরাঁ ব্লাঁ-র সঁ জঁ। শাখতার ডনেস্ককে উড়িয়ে দিয়ে শেষ আটে পৌঁছল বায়ার্নও।

শেষ আটে দল, উচ্ছ্বসিত কোচ লরাঁ ব্লাঁ। ছবি: এএফপি।

শেষ আটে দল, উচ্ছ্বসিত কোচ লরাঁ ব্লাঁ। ছবি: এএফপি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১২ মার্চ ২০১৫ ১২:৫৩
Share: Save:

প্রাক্তন শিষ্যদের কাছেই শেষ পর্যন্ত হারতে হল হোসে মোরিনহোকে। স্ট্যামফোর্ড ব্রিজে ঘরের মাঠে দশ জনের প্যারিস সঁ জঁ-এর সঙ্গে ২-২ ড্র করে চ্যম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল চেলসি। অ্যাওয়ে গোলের ভিত্তিতে রিয়াল, পোর্তোর সঙ্গে কোয়ার্টার ফাইনালে পৌঁছল লরাঁ ব্লাঁ-র সঁ জঁ। শাখতার ডনেস্ককে উড়িয়ে দিয়ে শেষ আটে পৌঁছল বায়ার্নও।

প্রথম পর্বের খেলা ১-১ গোলে ড্র হওয়ায় অ্যাওয়ে গোলের সুবাদে বুধবার রাতে ঘরের মাঠে ফেভারিট হিসাবেই শুরু করেছিল চেলসি। দাপটের সঙ্গে মরসুমের প্রথম ট্রফি ক্যাপিটাল কাপ জেতায় হ্যাজার্ড-কোস্তাদের আত্মবিশ্বাসও ছিল তুঙ্গে। কিন্তু কোথায় কী! ম্যাচে প্রথম থেকেই যেন একটু ব্যাকফুট থেকেই শুরু করেছিল চেলসি। ৪-২-৩-১ ছকে শুরু করে সেই রক্ষণাত্মক মানসিকতার পরিচয় দিচ্ছিলেন ‘স্পেশ্যাল ওয়ান’। উল্টে ৪-৩-৩ ছকে তিন ফরোয়ার্ড পাস্তোর, কাভানি এবং মোরিনহোর পুরনো ছাত্র ইব্রাকে সামনে রেখে শুরু করেন বিশ্বজয়ী ফরাসি কোচ ব্লাঁ। ডিফেন্স নিয়ে মরসুমের প্রথম থেকেই সমস্যায় রয়েছে চেলসি। সেই সমস্যা যে এখনও কাটিয়ে ওঠা যায়নি এ দিনের ম্যাচই তার প্রমাণ। সঁ জঁ-র দু’টি গোলই এল কর্নার থেকে। যা নিয়ে বিরক্ত মোরিনহো ম্যাচ শেষে বললেন, “যে দল মাঠের দু’দিক থেকেই কর্নারে গোল খায়, নীতিগত ভাবে তাদের শেষ আটে ওঠা উচিত নয়। মনোসংযোগের কতটা অভাব থাকলে এই ধরনের ভুল হতে পারে সেটা ভেবেই অবাক হচ্ছি।”


সাত গোলের একটি। শাখতারের বিরুদ্ধে লেয়নডস্কির গোল। ছবি: এপি।

ইব্রা, কাভানিদের দাপটে সন্ত্রস্ত চেলসির সামনে অবশ্য সুযোগ করে দেয় সঁ জঁ-ই। ম্যাচের ৩১ মিনিটের মাথায় অস্কারকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠে ছাড়েন জ্লাটান ইব্রাহিমোভিচ। সুইডিশ তারকাকে হারিয়ে চাপে পড়ে যায় সঁ জঁ। তবু দশ জনের ফরাসি দলটিকে বাগে আনতে ব্যর্থ হয় চেলসি। প্রথমার্ধ গোলশূন্য ভাবে শেষ হলেও ম্যাচের প্রথম সুযোগ পায় সঁ জঁ-ই। ৫৮ মিনিটে কাভানির শট পোস্টে লেগে ফিরে আসে। ৮১ মিনিটে গ্যারি কাহিলের গোলে অবশ্য এগিয়ে যায় চেলসিই। কিন্তু ইংরেজ সমর্থকদের উচ্ছ্বাস বেশি ক্ষণ স্থায়ী হয়নি। পাঁচ মিনিটের মধ্যেই গোল শোধ করে মোরিনহোর আর এক প্রাক্তন ছাত্র দাভিদ লুইজ। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও হ্যাজার্ডের গোলে ফের এগিয়ে যায় চেলসি। ম্যাচ শেষ হতে যখন বাকি আর মাত্র ছ’মিনিট, তখন চেলসির ডিফেন্সের ভুলে ফের সমতা ফেরান থিয়াগো সিলভা।

গত বার এই চেলসির কাছেই হেরে লিগ থেকে ছিটকে গিয়েছিল সঁ জঁ। কোয়ার্টার ফাইনালে উঠলে প্রত্যেক ফুটবলারকে মোটা অঙ্কের পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছিল সঁ জঁ-এর ক্লাব কর্তৃপক্ষ। শেষ আটে ওঠায় সেই পুরস্কারও পেতে চলেছেন ইব্রারা।

দিনের অন্য ম্যাচে শাখতার ডনেস্ককে ৭-০ গোলে উড়িয়ে কোয়ার্টারে গেল বায়ার্ন মিউনিখ। প্রথম ম্যাচে শাখতারের ঘরের মাঠে গোলশূন্য ড্রয়ের পর এ দিন চেনা মেজাজে পাওয়া গেল জার্মান দলটিকে। এই ম্যাচে ছ’মিনিটের মধ্যে লালকার্ড দেখেন শাখতারের কুচের। যা চ্যাম্পিয়ন্স লিগে দ্রুততম লাল কার্ডের ক্ষেত্রে রেকর্ড। বায়ার্নের হয়ে গোল পেলেন মুলার, গোয়েতজে, রিবেরি, লেয়নডস্কি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

paris saint germain jose mourinho chelsea brian
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE