Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ফের কেরলে সাইয়ে আত্মহত্যার চেষ্টা তরুণী অ্যাথলিটের

ফের কেরলে সাইয়ে আত্মহত্যার চেষ্টা করলেন ১৯ বছরের এক তরুণী অ্যাথলিট। স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া (সাই)-এর তিরুবন্তপুরমের ক্যাম্পাসে বুধবার সকালে এই ঘটনা ঘটে। ভাঙা কাচ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই অ্যাথলিট। সাই কর্তৃপক্ষ জানিয়েছেন, কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ জুন ২০১৫ ১৫:২১
Share: Save:

ফের কেরলে সাইয়ে আত্মহত্যার চেষ্টা করলেন ১৯ বছরের এক তরুণী অ্যাথলিট। স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া (সাই)-এর তিরুবন্তপুরমের ক্যাম্পাসে বুধবার সকালে এই ঘটনা ঘটে। ভাঙা কাচ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই অ্যাথলিট। সাই কর্তৃপক্ষ জানিয়েছেন, কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। কিছুদিন আগেও কেরলে সাইয়ের ওয়াটার স্পোর্টস সেন্টারে প্রশিক্ষণরত চার কিশোরী অ্যাথলিট বিষাক্ত ফল খেয়ে একসঙ্গে আত্মহত্যার চেষ্টা করেন। র‌্যাগিংয়ের জেরে তাঁরা আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে৷ কিন্তু কেন বার বার একই রাজ্যের একই প্রতিষ্ঠানে আত্মহত্যার চেষ্টা করছেন অ্যাথলিটরা? দেশ জুড়ে এই ঘটনায় সমালোচনা শুরু হয়েছে।

কেরলে সাইয়ের ওয়াটার স্পোর্টস সেন্টারের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক৷ সে সময় সাইয়ের মতো সরকারি প্রতিষ্ঠানেও কিশোরী অ্যাথলিটদের নির্যাতনের অভিযোগ ওঠায় ক্রীড়া মহলে সমালোচলার ঝড় ওঠে৷ মাত্র মাস কয়েকের ব্যবধানে আরও একবার আত্মহত্যার চেষ্টা সাই কর্তৃপক্ষকে নিঃসন্দেহে অস্বস্তির মুখে পড়েছে। সাই এটাকে মানসিক অবসাদের ঘটনা বললেও বিভিন্ন সংস্থা তা মানতে রাজি নন। তারা এই ঘটনার তদন্তের দাবি জানিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE