Advertisement
২৩ মার্চ ২০২৩

ফের রেকর্ড গড়ল সেনসেক্স

রেকর্ড গড়েই চলেছে সেনসেক্স। শুক্রবার এক ধাক্কায় ৫১৯.৫০ পয়েন্ট বেড়ে তা পৌঁছে গিয়েছে ২৮ হাজারের দোরগোড়ায়। দিনের মাঝে লেনদেনের সময় সেনসেক্স উঠে গিয়েছিল ২৭,৮৯৪ পয়েন্টে। কিন্তু পরে কিছুটা নেমে দিনের শেষে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচকটি দাঁড়িয়েছে ২৭,৮৬৫.৮৩ অঙ্কে।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৪ ১৬:৫০
Share: Save:

রেকর্ড গড়েই চলেছে সেনসেক্স। শুক্রবার এক ধাক্কায় ৫১৯.৫০ পয়েন্ট বেড়ে তা পৌঁছে গিয়েছে ২৮ হাজারের দোরগোড়ায়। দিনের মাঝে লেনদেনের সময় সেনসেক্স উঠে গিয়েছিল ২৭,৮৯৪ পয়েন্টে। কিন্তু পরে কিছুটা নেমে দিনের শেষে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচকটি দাঁড়িয়েছে ২৭,৮৬৫.৮৩ অঙ্কে। মূলত আর্থিক সংস্কর নিয়ে কেন্দ্রের সাম্প্রতিক পদক্ষেপ এই উত্থানে ইন্ধন জুগিয়েছে বলে বাজার সূত্রে খবর। এ দিন ফের নতুন রেকর্ড গড়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটিও। তা ছাড়িয়ে গিয়েছে ৮,৩০০-র গণ্ডী। দিনের শেষে সূচকটি থেমেছে ৮,৩২২.২০ পয়েন্টে। যা বৃহস্পতিবারের তুলনায় ১৫৩ অঙ্ক বেশি।

Advertisement

মার্কিন অর্থনীতি ভাল করার আশায় সেখানের শীর্ষ ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভ আর্থিক ত্রাণ প্রকল্প থেকে সরে এসেছে। তবে বহাল রয়েছে কম সুদের জমানা। যার জের শুক্রবারও পড়েছে দেশের শেয়ার বাজারে। দেশি-বিদেশি সব ধরনের লগ্নিকারীই শেয়ার কেনা বহাল রেখেছেন বলে জানিয়েছে শেয়ার বাজার সূত্র। পাশাপাশি, এ দিন ভাল আর্থিক ফলাফল ঘোষণা করেছে আইটিসি, ইউনিয়ন ব্যাঙ্ক ইত্যাদি সংস্থাও। এ ছাড়া, মূলত ব্যাঙ্ক অব জাপানের ফের ত্রাণ প্রকল্প ঘোষণার জেরে সারা দিন জুড়েই এশিয়ার বাজার ছিল চাঙ্গা। চালু হওয়ার পর উঠেছে অন্যান্য দেশের বাজারও।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.