Advertisement
১১ মে ২০২৪

গ্রেফতার শ্রীনু, রাজনৈতিক ষড়যন্ত্রের নালিশ বিজেপি-র

খড়্গপুরের রেল মাফিয়া শ্রীনু নায়ডুকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাতে সিআইডি-র সহযোগিতায় মোবাইল ফোনের সূত্র ধরে কলকাতার এজেসি বোস রোড থেকে শ্রীনুকে ধরে পুলিশ। শ্রীনুর বিরুদ্ধে অস্ত্র আইনে ও খুনের চেষ্টার অভিযোগে মামলা রুজু হয়েছে। বুধবার ধৃতকে মেদিনীপুর জেলা আদালতে তোলা হলে বিচারক তাঁকে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। গত মার্চ মাসে খড়্গপুরের খড়িদায় বোমাবাজির ঘটনায় নাম জড়ায় শ্রীনুর।

মেদিনীপুর জেলা আদালতে শ্রীনু নায়ডু। ছবি: রামপ্রসাদ সাউ।

মেদিনীপুর জেলা আদালতে শ্রীনু নায়ডু। ছবি: রামপ্রসাদ সাউ।

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৫ ২০:০১
Share: Save:

খড়্গপুরের রেল মাফিয়া শ্রীনু নায়ডুকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাতে সিআইডি-র সহযোগিতায় মোবাইল ফোনের সূত্র ধরে কলকাতার এজেসি বোস রোড থেকে শ্রীনুকে ধরে পুলিশ। শ্রীনুর বিরুদ্ধে অস্ত্র আইনে ও খুনের চেষ্টার অভিযোগে মামলা রুজু হয়েছে। বুধবার ধৃতকে মেদিনীপুর জেলা আদালতে তোলা হলে বিচারক তাঁকে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। গত মার্চ মাসে খড়্গপুরের খড়িদায় বোমাবাজির ঘটনায় নাম জড়ায় শ্রীনুর। ওই ঘটনায় শ্রীনু-সহ মোট ৬ জনের নামে অভিযোগ দায়ের হয়। তাঁদের মধ্যে আগেই দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, ঘটনার পর থেকেই পলাতক ছিল শ্রীনু। পুরভোটে খড়্গপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে বিজেপি-র প্রার্থী হয়েছেন শ্রীনু নায়ডুর স্ত্রী পূজা নায়ডু। বিজেপি-র দাবি, ভোটের আগে শাসক দলের চাপেই শ্রীনুকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ২০ মার্চ খড়্গপুরের খরিদার কুমোরপাড়া এলাকায় স্থানীয় দুষ্কৃতীদের দুই গোষ্ঠীর মধ্যে গোলমাল বাধে। শঙ্কর রাওয়ের গোষ্ঠীর সঙ্গে দীপঙ্কর শুক্লর গোষ্ঠীর সংঘর্ষে বোমাবাজির ঘটনাও ঘটে। জখম হন শঙ্কর। পরে শ্রীনু নায়ডু, দীপঙ্কর শুক্ল-সহ ৬ জনের নামে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগ দায়ের করেন জখম যুবক শঙ্করের মা জে উমা রাও। অভিযোগের ভিত্তিতে পুলিশ আগেই দীপঙ্কর শুক্ল ও সুমিত শর্মাকে গ্রেফতার করেছে। পুলিশের দাবি, ঘটনার পর থেকই শ্রীনু অধরা ছিল। কয়েক দিন আগে রাতে শ্রীনুর খোঁজে তাঁর বাড়িতেও হানা দেয় পুলিশ। যদিও শ্রীনুর স্ত্রী পূজা নায়ডুর দাবি, ওই বোমাবাজির ঘটনার দিন শ্রীনু দিল্লিতে ছিল। ভোটের আগে এলাকায় আতঙ্ক সৃষ্টি করতেই পুলিশ এ সব করছে।

ভোটের আগে শ্রীনুর সংস্পর্শ এড়িয়ে চলতে চাইছে বিজেপি-ও। বিজেপি-র পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি তুষার মুখোপাধ্যায় বলেন, “তৃণমূলই শ্রীনুকে তৈরি করেছিল। আর তৃণমূল নিজেদের স্বার্থেই পুলিশের সঙ্গে যোগসাজশ করে শ্রীনুকে গ্রেফতার করিয়েছে। তাই ওরাই এই গ্রেফতারের কারণ বলতে পারবে। আমাদের সঙ্গে শ্রীনুর কোনও সম্পর্ক নেই।’’ তুষারবাবুর অভিযোগ, ‘‘ভোটের আগে শ্রীনুকে গ্রেফতার করে ওঁর স্ত্রীর মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে। তবে এই চেষ্টা সফল হবে না। আমরা পূজার সঙ্গে আছি।’’ তাঁর দাবি, এই ঘটনায় পূজার বিপুল ভোটে জয় নিশ্চিত হল। যদিও বিজেপি-র অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূলের শহর সভাপতি দেবাশিস চৌধুরী বলেন, ‘‘পুলিশ নিজের কাজ করেছে। যাঁরা আমাদের নামে অভিযোগ তুলছে, তাঁদের আসল পরিচয় মানুষ জানে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE