Advertisement
২০ এপ্রিল ২০২৪

এখনও নিখোঁজ মালয়েশিয়ার যাত্রীবিমান এমএইচ-৩৭০, নাশকতার আশঙ্কা জোরাল

কুয়ালা লামপুর বিমানবন্দরে নিখোঁজ যাত্রীদের জন্য প্রার্থনারত মালয়েশিয়ার একটি উদ্ধারকারী দলের সদস্যেরা। ছবি: এপি।

কুয়ালা লামপুর বিমানবন্দরে নিখোঁজ যাত্রীদের জন্য প্রার্থনারত মালয়েশিয়ার একটি উদ্ধারকারী দলের সদস্যেরা। ছবি: এপি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৪ ১৪:০৫
Share: Save:

দুর্ঘটনা না নাশকতা, সদুত্তর মেলেনি এখনও। শনিবারের দুর্ঘটনার পর কেটে গিয়েছে ২৪ ঘণ্টা। রবিবার ভারতীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত খোঁজ মেলেনি মালয়েশিয়ান এয়ারলাইন্সের বেজিংগামী যাত্রীবিমান এমএইচ-৩৭০-এর। রবিবার সকাল থেকেই ফের এক বার তল্লাশি অভিযান শুরু হয়েছে। তদন্তে উঠে এসেছে অনেক নতুন তথ্য। মালয়েশিয়ান এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছেন, ইতালি ও অস্ট্রিয়ার যে দু’জন নাগরিক ভুয়ো পাসপোর্ট নিয়ে উঠেছিলেন বলে মনে করা হচ্ছে তাঁরা একই সময় একই জায়গা থেকে প্লেনের টিকিট কেটেছিলেন। তদন্তকারী সংস্থা জানিয়েছে, এই দু’জনের মধ্যে কোনও যোগসূত্র আছে কী না তা খতিয়ে দেখা হচ্ছে। পরিবহন মন্ত্রী হিশামুদ্দিন হোসেন জানান, ওই দিন বিমানে থাকা সকল যাত্রীর পাসপোর্টের খুঁটিনাটি খতিয়ে দেখার কাজ চলছে। মালয়েশিয়ার বায়ু সেনা প্রধান এ দিন বলেন, রাডার তথ্য খতিয়ে দেখে মনে করা হচ্ছে উড়ানের মাঝপথে ফিরে আসার চেষ্টা করেছিল বোয়িং ৭৭৭-২০০ ইআর বিমানটি। কিন্তু কোনও কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং ট্রাফিক কন্ট্রোলের রেডার থেকে হারিয়ে যায় এমএইচ-৩৭০।

তল্লাশি অভিযানে পাঠানো হচ্ছে চিনের
একটি উদ্ধারকারী জাহাজকে। ছবি: রয়টার্স।

এখনও পর্যন্ত মালয়েশিয়া, তাইল্যান্ড, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, চিন ও আমেরিকার তরফ থেকে মোট ২২টি বিমান ও ৪০টি উদ্ধারকারী জাহাজ অনুসন্ধান চালাচ্ছে। উদ্ধারকার্যে সহায়তার জন্য মার্কিন যুদ্ধজাহাজকে ভিয়েতনামের দক্ষিণ উপকূলে পাঠানো হয়েছে। এ ছাড়াও অনুসন্ধান কার্যে সহায়তা করছেন ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড ও বোয়িং বিমান সংস্থার আধিকারিকরা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক জানিয়েছেন, মালয়েশিয়ার কোটা ভারুর ১২০ নটিক্যাল মাইল উত্তর যেখানে শেষ বারের মতো যোগাযোগ করা গিয়েছিল বিমানটির সঙ্গে সেখান থেকে তল্লাশির পরিধি আরও বাড়ানো হচ্ছে।

শনিবারই ইতালি ও অস্ট্রিয়ার বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছিল, ওই দিন ভুয়ো পাসপোর্ট নিয়ে বিমানে চড়েছিলেন দু’জন যাত্রী। এর পরেই এমএইচ-৩৭০-এর উধাও হওয়ার সঙ্গে নাশকতার যোগ খুঁজে পান অনেকে। সেই সন্দেহকে আরও উসকে দিয়ে এ দিন এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছেন, ওই দিন বিমানটিতে চার জন যাত্রী ছিলেন যাঁদের নাম নিখোঁজ বিমানের যাত্রীতালিকায় থাকলেও আদতে তাঁরা বিমানে চড়েননি। তাঁদের পাসপোর্টে আগেই খোয়া যায়। মালয়েশিয়ার পরিবহন মন্ত্রী হিশামুদ্দিন হোসেন জানিয়েছেন, সন্দেহভাজন এই চার যাত্রীর সম্পর্কে জানতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগেই জানা গিয়েছিল এই চার যাত্রীর মধ্যে দু’জন ইতালি ও অস্ট্রিয়ার বাসিন্দা। তবে বাকি দু’জন কোন দেশের নাগরিক সেই নিয়ে এখনও মুখ খোলেননি তিনি। হোসেন জানিয়েছেন, তদন্তে সহায়তা করছে মার্কিন গোয়েন্দা সংস্থা এইবিআই। তাঁর মতে, এই ঘটনার পিছনে কোনও আন্তর্জাতিক চক্রের হাত থাকতে পারে। তাই বিভিন্ন দেশের সন্ত্রাস-দমন শাখাকেও এই ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে।

শনিবার যাত্রা শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই আশ্চর্যজনকভাবে উধাও হয়ে যায় মালয়েশিয়ান এয়ারলাইন্সের বেজিংগামী যাত্রীবিমান এমএইচ-৩৭০। শনিবার রাতভর বিস্তর খোঁজাখুঁজিতেও হদিশ মেলেনি বিমানে থাকা ২৩৯ জন যাত্রীর। ওই দিন উড়ানটিতে ছিলেন দুই শিশু-সহ ২২৭ জন যাত্রী। যাঁদের মধ্যে এক জন প্রবাসী বাঙালি-সহ পাঁচ জন ভারতীয় এবং ১২ জন বিমানকর্মী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

mh-370 malaysia terror link
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE