Advertisement
E-Paper

ওপেনারদের জোড়া শতরানে সহজ জয় কোহলিদের

মহেন্দ্র সিংহ ধোনির অনুপস্থিতিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথমটিতেই সহজ জয় পেলেন অধিনায়ক বিরাট কোহলি। সৌজন্যে ভারতীয় ওপেনার জুটি অজিঙ্কে রাহানে ও শিখর ধবন। কটকের বারাবতী স্টেডিয়ামে রবিবার জোড়া শতরান করেন রাহানে-ধবন। ওপেনারদের পদাঙ্ক অনুসরণ করে ভাল রান পান মিডল অর্ডার ব্যাটসম্যানেরাও। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫ উইকেটে ৩৬৩ রানের বিশাল ইনিংস গড়ে ভারত। ব্যাটসম্যানদের মতোই এ দিনের প্রদর্শনে পিছিয়ে ছিল না ভারতীয় বোলিং অ্যাটাকও। ফলে, শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় এল ১৬৯ রানের বড় ব্যবধানে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০১৪ ২১:৫৯

মহেন্দ্র সিংহ ধোনির অনুপস্থিতিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথমটিতেই সহজ জয় পেলেন অধিনায়ক বিরাট কোহলি। সৌজন্যে ভারতীয় ওপেনার জুটি অজিঙ্কে রাহানে ও শিখর ধবন। কটকের বারাবতী স্টেডিয়ামে রবিবার জোড়া শতরান করেন রাহানে-ধবন। ওপেনারদের পদাঙ্ক অনুসরণ করে ভাল রান পান মিডল অর্ডার ব্যাটসম্যানেরাও। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫ উইকেটে ৩৬৩ রানের বিশাল ইনিংস গড়ে ভারত। ব্যাটসম্যানদের মতোই এ দিনের প্রদর্শনে পিছিয়ে ছিল না ভারতীয় বোলিং অ্যাটাকও। ফলে, শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় এল ১৬৯ রানের বড় ব্যবধানে।

এ দিন টসে জিতে কোহলিদের প্রথমে ব্যাট করতে পাঠান শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ। শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন ভারতীয় ওপেনারদ্বয়। ১০৮ বলে নিজের দ্বিতীয় একদিনের শতরান করেন রাহানে। অন্য দিকে, রানের খরা কাটিয়ে দুর্দান্ত ভাবে ফর্মে ফেরেন ধবন। গত বছরের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্বে ১১৯ রানের পরে এ দিন নিজের ষষ্ঠতম শতরান করেন (১০৭ বলে ১১৩ রান) ধবন। রাহানে-ধবনের যুগলবন্দিতে ৩২টি চার এবং ৫টি ছক্কার সাক্ষী থাকলেন বারাবতীর দর্শকেরা। প্রথম উইকেটে ২৩১ রানের বিশাল পার্টনারশিপ ভাঙে ৩৪ ওভারের শেষ বলে। আশান প্রিয়ঞ্জনের অফস্পিনে বোল্ড হন ধবন। তিন নম্বরে নিজের দু’শোতম ম্যাচে ব্যাট করতে নামেন সুরেশ রায়না। ব্যক্তিগত মাইলস্টোনকে স্মরণীয় করে রাখতেই বোধহয় চালিয়ে খেলে ৩৪ বলে ৫২ রানের স্বভাবোচিত ঝোড়ো ইনিংস খেললেন তিনি। এর পরে ভারতীয় দলকে আর থামানো যায়নি। শ্রীলঙ্কা ব্যাট করতে নামলে ব্যাটসম্যানদের মতো একই পারফর্মম্যান্স দেখান ইশান্ত-অশ্বিনরাও। ৮ ওভারে ৪৩ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন ইশান্ত শর্মা। ৩৯.২ ওভারেই ১৯৪ রানে শ্রীলঙ্কাকে বোতলবন্দি করে ভারত। ম্যাচের সেরা হয় রাহানে। বৃহস্পতিবার ভারতের পরের ম্যাচ আমদাবাদে।

সংক্ষিপ্ত স্কোর

ভারত: ৩৬৩-৫

শ্রীলঙ্কা: ১৯৪ (৩৯.২ ওভার)

ভারত ১৬৯ রানে জয়ী।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy