জলপাইগুড়ির ডলমোর চা বাগানে শ্রমিকের স্বামীর হাতে খুন হলেন এক সহকারি ম্যানেজার। নিহত সহকারি ম্যানেজার অজিত পানওয়ার (৩৮)-কে খুনের অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, জলপাইগুড়ির বীরপাড়া থানা এলাকার এই চা বাগানের এক শ্রমিকের বিরুদ্ধে কাজে ফাঁকি দেওয়ার অভিযোগ করেছিলেন অজিতবাবু। বৃহস্পতিবার সকালে সেই শ্রমিকের সঙ্গে কাজ নিয়ে ফের এক বার বচসা হয় অজিতবাবুর। এর কিছু ক্ষণ পর চা বাগানে আসেন তাঁর স্বামী সুমন রানা ও তাঁর ছেলে। অজিতবাবুর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা। অভিযোগ, এই সময়ই সুমন ও তাঁর ছেলের হাতে খুন হন অজিত পানওয়ার। ঘটনার তদন্ত শুরু করে অভিযুক্ত সুমন ও তাঁর ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।