Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ফের মেট্রো বিভ্রাট, নাকাল যাত্রীরা

সুড়ঙ্গে মেট্রো।—ফাইল চিত্র।

সুড়ঙ্গে মেট্রো।—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ জুন ২০১৪ ১৩:১৯
Share: Save:

সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ফের মেট্রোর গেরোয় দুর্ভোগে পড়লেন যাত্রীরা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ দমদমমুখী একটি রেক ময়দান স্টেশন ছেড়ে পার্ক স্ট্রিটে ঢোকার আগে হঠাৎই দাঁড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় আলো এবং পাখা। অন্ধকার সুড়ঙ্গের মধ্যে ঘণ্টাখানেক আটকে থাকার পর চালকের কেবিনের দরজা দিয়ে উদ্বিগ্ন যাত্রীদের বের করা হয়। এর পরে চাঁদনি চক থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়। সপ্তাহের প্রথম দিনে মেট্রো বিভ্রাটে নাকাল হন প্রচুর যাত্রী। প্রায় দু’ঘণ্টা পর মেট্রো চলাচল শুরু হলেও স্বাভাবিক হয়নি পরিষেবা।

আটকে পড়া মেট্রোর যাত্রীরা অভিযোগ জানিয়েছেন, দীর্ঘ ক্ষণ অন্ধকার সুড়ঙ্গে আটকে থাকার কারণ জানিয়ে কোনও রকম ঘোষণা করেননি কর্তৃপক্ষ। ঘণ্টাখানেক আটকে থাকার পরে যাত্রীরা যখন অধৈর্য হয়ে পড়েন তখন তাঁদের বাইরে বের করার চেষ্টা করা হয়। আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েক জন যাত্রী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

metro
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE