Advertisement
১৬ মে ২০২৪

ভাড়া না বাড়লে ধর্মঘট হচ্ছেই, জানালেন বাস মালিকেরা

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২১ জুন ২০১৪ ১৮:৩৩
Share: Save:

সর্বদল বৈঠকে আস্থা নেই। পরিবহণ মন্ত্রী নিজের মুখে ভাড়া বৃদ্ধির কথা ঘোষণা করলে তবেই বাস ধর্মঘট প্রত্যাহার করা হবে বলে শনিবার জানিয়ে দিলেন বাস মালিকেরা।

অবিলম্বে বাসভাড়া বৃদ্ধির দাবিতে বেসরকারি বাস-মিনিবাস মালিকেরা ইতিমধ্যেই ২৫ জুন থেকে বাহাত্তর ঘণ্টা বাস ধর্মঘটের ডাক দিয়েছেন। বাসভাড়া বৃদ্ধির দাবিতে ঘরে বাইরে চাপের মুখে পড়ে রাজ্য সরকার ঘুরপথে মান বাঁচানোর চেষ্টা করেছে ভাড়া বৃদ্ধির ব্যাপারে সিদ্ধান্ত নিতে সর্বদলীয় কমিটি গড়ে। কিন্তু বাস মালিকেরা জানিয়ে দিয়েছেন, রাজ্য সরকারের তৈরি করে দেওয়া সর্বদল কমিটির উপরে তাঁদের আস্থা নেই।

শেষ পর্যন্ত ধর্মঘটেই অনড় থাকা হবে কি না, তা নিয়ে এ দিন রাজ্যের বাস, মিনিবাস মালিকদের ছ’টি সংগঠনের প্রতিনিধিরা বৈঠকে বসেছিল। বৈঠকের পরে সংগঠনের নেতারা জানিয়ে দিয়েছেন, এর আগেও বিভিন্ন ভাবে পরিববহণ মন্ত্রী বাসের ভাড়া বাড়ানো নিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু বাস ভাড়া বাড়ানো হয়নি। সংগঠনের নেতারা এও জানান, রাজ্য সরকারের তৈরি করে দেওয়া কোনও কমিটির উপরে তাঁদের আস্থা না থাকার অন্যতম কারণ হল, এখনও পর্যন্ত ওই কমিটিতে যোগ দেওয়া নিয়ে সব দল ঐকমত্য হয়নি। নেতাদের বক্তব্য, একমাত্র পরিবহণ মন্ত্রী যদি নিজে বলেন, বাসের ভাড়া বাড়ছে, তবেই ধর্মঘট প্রত্যাহার হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

bus price kolkata
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE