Advertisement
২৫ এপ্রিল ২০২৪

রান্নার গ্যাসে সিলিন্ডার প্রতি দাম বাড়ল ৩ টাকা

ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসে সিলিন্ডার প্রতি তিন টাকা করে দাম বাড়ল। এলপিজি ডিলারদের সিলিন্ডার প্রতি কমিশন বৃদ্ধি পাওয়ায় এই দাম বেড়েছে বলে পেট্রোলিয়াম মন্ত্রক সূত্রে খবর।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৪ ১৫:৪১
Share: Save:

ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসে সিলিন্ডার প্রতি তিন টাকা করে দাম বাড়ল। এলপিজি ডিলারদের সিলিন্ডার প্রতি কমিশন বৃদ্ধি পাওয়ায় এই দাম বেড়েছে বলে পেট্রোলিয়াম মন্ত্রক সূত্রে খবর।

গত সপ্তাহে প্রতি সিলিন্ডারে ৩ টাকা করে ডিলারদের কমিশন বাড়িয়েছে মন্ত্রক। সেই অনুপাতে এলপিজি-র বিক্রয় মূল্যও বাড়ানো হয়েছে। এর আগে ২০১৩-র ডিসেম্বরে ডিলারদের কমিশন সিলিন্ডার প্রতি ৩ টাকা ৪৬ পয়সা বাড়িয়ে ৪০ টাকা ৭১ পয়সা করা হয়। এ বার সেই কমিশন আরও ৩ টাকা বাড়ানো হল।

গত ২৩ অক্টোবর থেকে বর্ধিত দাম কার্যকরী করা হয়েছে। এর ফলে, দিল্লিতে ভর্তুকিযুক্ত ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ৪১৪ টাকা থেকে বেড়ে হয়েছে ৪১৭ টাকা। মুম্বইতে সেই দাম পড়বে ৪৫২ টাকা।

ভর্তুকিযুক্ত সিলিন্ডারের পাশাপাশি ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের দামও ৩ টাকা বেড়েছে বলে মন্ত্রক সূত্রে খবর। সারা দেশে ১৩ হাজার ৮৯৬ জন এলপিজি ডিস্ট্রিবিউটর এই বর্ধিত কমিশনের সুবিধা পাবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

lpg gas
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE