Advertisement
২০ মে ২০২৪

রেলের পরীক্ষা বাতিলের দাবিতে রেল অবরোধ হাবরায়

চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে এই দাবিতে উত্তর ২৪ পরগনার হাবরায় রেল অবরোধ করলেন পরীক্ষার্থীদের একাংশ। পরে স্টেশন সুপারের কাছে স্মারকলিপি জমা দেওয়ার পর ঘণ্টাখানেকের সেই অবরোধ উঠে যায়। গত নভেম্বরের ৫টি রবিবার পূর্ব রেলের গ্রুপ ডি পদের জন্য পরীক্ষা নেওয়া হয়। অভিযোগ ওঠে, ওই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। এ দিন তারই প্রতিবাদে সকাল ১১টা থেকে হাপরা স্টেশনে রেল অবরোধ করেন পরীক্ষার্থীদের একাংশ।

চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, হাবরায় রেল অবরোধ পরীক্ষার্থীদের। —নিজস্ব চিত্র

চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, হাবরায় রেল অবরোধ পরীক্ষার্থীদের। —নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
হাবরা শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০১৪ ১৬:৪৩
Share: Save:

চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে এই দাবিতে উত্তর ২৪ পরগনার হাবরায় রেল অবরোধ করলেন পরীক্ষার্থীদের একাংশ। পরে স্টেশন সুপারের কাছে স্মারকলিপি জমা দেওয়ার পর ঘণ্টাখানেকের সেই অবরোধ উঠে যায়।

গত নভেম্বরের ৫টি রবিবার পূর্ব রেলের গ্রুপ ডি পদের জন্য পরীক্ষা নেওয়া হয়। অভিযোগ ওঠে, ওই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। এ দিন তারই প্রতিবাদে সকাল ১১টা থেকে হাপরা স্টেশনে রেল অবরোধ করেন পরীক্ষার্থীদের একাংশ। রেল কতৃপক্ষের কাছে তাঁদের দাবি, অবিলম্বে ওই পরীক্ষা বাতিল করতে হবে। অবরোধকারীদের এক জন দীপঙ্কর বিশ্বাস বলেন, “পড়াশোনা করেও আমাদের চাকরি জুটছে না। অথচ কিছু ছেলেমেয়ে শুধুমাত্র পয়সার জোরে প্রশ্নপত্র পেয়ে যাচ্ছে। আমরা এরই প্রতিবাদ করছি।”

প্রতিবাদীদের স্বারকলিপি

সবিস্তারে দেখতে ক্লিক করুন

প্রথম দফায় আধ ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হলেও ফের রেললাইনে বসে পড়েন প্রতিবাদীরা। পরে পুলিশের সহযোগিতায় অবরোধকারীদের সঙ্গে আলোচনায় বসেন স্টেশন সুপার পি আর বাগচী। শেষে প্রতিবাদীরা তাঁর হাতে স্মারকলিপি তুলে দেন। এর পর অবরোধ তুলে নেওয়া হয়। যদিও এ প্রসঙ্গে কোনও মন্তব্য করতে রাজি হননি স্টেশন সুপার।

এই ঘটনায় শিয়ালদহ-বনগাঁ শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত হয়। কাজের সময়ে ঘণ্টা দুয়েক রেল অবরোধের ফলে অসুবিধায় পড়েন যাত্রীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

habra blockage rail blockage
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE