Advertisement
০৬ মে ২০২৪

রেষারেষির জেরে রেলিং ভেঙে নদীতে বাস, আসানসোলে মৃত এক

দুটি বাসের রেষারেষিতে ব্রিজের রেলিং ভেঙে নদীতে বাস পড়ে মৃত্যু হল এক জনের। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে আসানসোলের কালীপাহাড়ির কাছে। ঘটনায় বেশ কয়েক জন যাত্রী আহত হয়েছেন। তাঁদের আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অশোক দে (৫৮)। তিনি ওই বাসের খালাসি। বাসটিকে আটক করা হলেও চালক পলাতক।

সেতু ভেঙে পড়ে যাওয়া বাস। ছবি: শৈলেন সরকার।

সেতু ভেঙে পড়ে যাওয়া বাস। ছবি: শৈলেন সরকার।

নিজস্ব সংবাদদাতা
আসানসোল শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:১৫
Share: Save:

দুটি বাসের রেষারেষিতে ব্রিজের রেলিং ভেঙে নদীতে বাস পড়ে মৃত্যু হল এক জনের। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে আসানসোলের কালীপাহাড়ির কাছে। ঘটনায় বেশ কয়েক জন যাত্রী আহত হয়েছেন। তাঁদের আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অশোক দে (৫৮)। তিনি ওই বাসের খালাসি। বাসটিকে আটক করা হলেও চালক পলাতক।

পুলিশ সূত্রের খবর, এ দিন সকালে আসানসোল-রানিগঞ্জ রুটের একটি মিনিবাস যাত্রী নিয়ে রানিগঞ্জের দিকে যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পরে বাসটির সামনে একই রুটের অন্য একটি মিনিবাস চলে আসে। যাত্রীদের অভিযোগ, এর পরই দুটি বাসের মধ্যে রেষারেষি শুরু হয়ে যায়। দক্ষিণ থানার কালীপাহাড়ের কাছে অন্য মিনিবাসটিকে ওভারটেক করতে গিয়েই দুর্ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ব্রিজের ডান দিকের রেলিং ভেঙে ৩০ ফুট নীচে লুনিয়া নদীতে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে অ্যাম্বুল্যান্স-সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়।

পুলিশ জানিয়েছে, বাসটিতে ৪০ জন যাত্রী ছিলেন। ওই উচ্চতা থেকে নীচে পড়ায় বাসটি দুমড়ে-মুচড়ে গিয়েছে। বাসের ভিতর থেকে যাত্রীদের উদ্ধারের পর তাঁদের আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাত্রীদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

asansol resaresi burdhaman dead one
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE