ভোটদাতাদের সুবিধার্থে লোকসভা নির্বাচনের দিন ভোটগ্রহণের সময়সীমা বাড়িয়ে সন্ধ্যা ৭টা অবদি করার দাবি জানালেন মধ্যপ্রদেশের বিজেপি সাংসদ অনিল দাবে। তিনি বলেন, ‘‘নির্বাচন কমিশন ভোটগ্রহণের সময়সীমা বাড়িয়ে ৬’টা পর্যন্ত করেছে। আরও বেশি সংখ্যক ভোটদাতা যাতে ভোট দিতে আসতে পারেন তার জন্য শহর ও গ্রামীণ এলাকার ভোটদানের সময়সীমা আরও বাড়ানো উচিত। নির্বাচন কমিশনের উচিত এই সময়সীমা ৬’টা থেকে বাড়িয়ে ৭টা পর্যন্ত করা।’’
দাবে জানান, এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে দরবার করবেন তিনি।
নির্বাচন কমিশনের এক আধিকারিক জানান, তাঁরা বেশ কিছু কারণ বিবেচনা করে ভোটদানের সময়সীমা বাড়িয়েছেন। মূলত দু’টি বিষয়ের কথা বলেছেন তিনি। প্রথমত, এই গরমে মানুষ যাতে নির্বিঘ্নে এসে ভোট দিতে পারেন, আর দ্বিতীয়ত, দেশের বিভিন্ন অঞ্চলের সূর্যোদয় ও সূর্যাস্তর সময়ের হেরফের।
দেশের বিভিন্ন প্রান্তে ভোটগ্রহণের সময়সীমা অনেকটা এই রকম:
• মণিপুর ও নাগাল্যান্ডে সকাল ৭টা থেকে বিকেল ৪টে পর্যন্ত।
• উত্তর-পূর্বাঞ্চলের বাকি রাজ্যে সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
• বেশ কিছু জায়গায় নিরাপত্তা ব্যবস্থার কথা মাথায় রেখে ভোটগ্রহণের সময় সকাল ৭টা থেকে বিকেল ৪টে পর্যন্ত।
• অন্যত্র সব জায়গায় সকাল ৭টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত।
সংবিধান অনুযায়ী ভোটগ্রহণের সময় ৮ ঘন্টার অতিরিক্ত হতে হবে। সংবিধান মেনেই সময়সীমা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।