সম্পত্তির নিয়ে বিবাদের জেরে বড় ভাইয়ের হাতে খুন হলেন ছোট ভাই ও তাঁর স্ত্রী। মৃতেরা হলেন দুর্গেশ মণ্ডল (৪৬) ও অলকা মণ্ডল (৪১)। শনিবার সন্ধে সাতটা নাগাদ ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের সাগরদিঘির মথুরাপুরের দ্বীপপাড়ায়। পুলিশ সূত্রে খবর, পৌনে তিন বিঘা পৈতৃক জমি নিয়ে দীর্ঘ দিন ধরেই দুর্গেশবাবুর সঙ্গে তাঁর দাদার ঝামেলা চলছিল। পাশাপাশি বাড়ি দুই ভাইয়ের। শনিবার সন্ধ্যায় জমি নিয়ে বিবাদ চরমে ওঠে এবং শেষ পর্যন্ত তা গড়ায় খুনে। মৃতের ছেলে ভরত মণ্ডল জানান, সন্ধেবেলায় জ্যাঠা, জ্যাঠার ছেলে ও মেজো কাকা তাঁর বাবাকে উঠোনে টেনে নিয়ে গিয়ে হাঁসুয়া দিয়ে এলোপাথারি কোপাতে থাকে। দুর্গেশবাবুর স্ত্রী অলকা মণ্ডল বাধা দিতে গেলে তাঁকেও কোপায় ওই তিন জন। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুর্গেশবাবু ও তাঁর স্ত্রীর। ওই সময় বাড়িতে ছিলেন দুর্গেশবাবুর অন্তঃস্বত্তা মেয়ে লক্ষ্মী মণ্ডল। তাঁকেও রেহাই দেয়নি দুর্গেশবাবুর দাদা। গুরুতর আহত অবস্থায় তাঁকে বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক দুর্গেশবাবুর দাদা ও তার ছেলে এবং মেজ ভাই। এই তিন জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।