রাজ্য সরকারি হাসপাতালে স্বল্পসময়ের চুক্তিতে চাকরির সুযোগ। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটে জুনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন। উল্লিখিত পদে চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। শূন্যপদ ১৭টি।
রসায়ন, জীববিদ্যা, লাইফ সায়েন্স শাখার কোনও বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন, এমন প্রার্থীকে জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে নিয়োগ করা হবে। তবে, রেডিয়োলজিক্যাল ফিজ়িক্স, অঙ্কোলজি বিষয়ে পোস্ট এমএসসি ডিপ্লোমা সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিরাও আবেদনের সুযোগ পাবেন। তবে, উভয় ক্ষেত্রেই ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) উত্তীর্ণ হওয়া প্রয়োজন।
আরও পড়ুন:
পদপ্রার্থীদের বয়স ২৮ বছরের মধ্যে হওয়া আবশ্যক। সংশ্লিষ্ট পদে নির্দিষ্ট সময়ের চুক্তিতে কাজ করতে হবে। প্রতিষ্ঠানের নিয়মানুসারে ফেলোশিপ দেওয়া হবে। আগ্রহীদের জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কর্মজীবনের শংসাপত্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ নথি-সহ অনলাইনে আবেদন করতে হবে।
প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, চাহিদার নিরিখে উল্লিখিত পদে কর্মী নিয়োগ করা হবে। তাই প্রকাশিত বিজ্ঞপ্তিতে আবেদনের কোনও শেষ দিন উল্লেখ করা হয়নি। তবে, এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।