রাজ্যের বিদ্যুৎ উন্নয়ন কর্পোরেশন তথা ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (ডব্লিউবিপিডিসিএল)-এ কর্মী নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোট ২৮টি শূন্যপদ রয়েছে।
কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে?
পরামর্শদাতা (কনসালট্যান্ট), এজেন্ট, ম্যানেজার, জুনিয়র কনসালট্যান্ট, ডিওয়াই কনসালট্যান্ট, সেফটি অফিসার, ব্লাস্টিং-ইন-চার্জ, অ্যাসিস্ট্যান্ট মাইনস সুপারিন্টেন্ডেন্ট, সুপারভাইজ়িং অফিসার, হেলথ অফিসার, সুপারিন্টেন্ডেন্ট, ইলেক্ট্রিক্যাল সুপারভাইজ়ার, ম্যাগাজ়িন-ইন-চার্জ, অ্যাসিস্ট্যান্ট ম্যাগাজ়িন-ইন-চার্জ পদে কর্মী নিয়োগ করা হবে।
আরও পড়ুন:
উল্লিখিত পদে ১ থেকে ২০ বছরের কাজের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের নিয়োগ করা হবে। প্রার্থীদের বয়স ৬৩ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। আবেদনকারীদের যোগ্যতা মাপকাঠি সম্পর্কে সবিস্তার জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
ডব্লিউবিপিডিসিএল-এর কলকাতার অফিসে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এর জন্য অনলাইনে আবেদন পাঠাতে পারবেন। দু’বছরের চুক্তিতে এই নিয়োগ। পরে ওই মেয়াদ বৃদ্ধি পেতে পারে।
আবেদনের শেষ দিন ৮ মার্চ। বাছাই করা প্রার্থীদের সঙ্গে ইমেল মারফত যোগাযোগ করা হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।