কেন্দ্রীয় সংস্থা অয়েল ইন্ডিয়া লিমিটেড (অয়েল)-এ কর্মী নিয়োগ করা হবে। সংস্থার তরফে প্রকাশিত একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিশদ তথ্য জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।
সংশ্লিষ্ট পদের জন্য ফায়ার অ্যান্ড সেফটি ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক হয়েছেন কিংবা ইন্ডাস্ট্রিয়াল সেফটি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তির আবেদন গ্রহণ করা হবে। আবেদনকারীদের বয়স ৩৭ বছরের মধ্যে হতে হবে। তবে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৩৯ বছর ধার্য করা হয়েছে।
আরও পড়ুন:
আবেদনকারীদের সংশ্লিষ্ট পদে আগে ন্যূনতম ন’বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। তাই সেই সময় শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের পাশাপাশি, কাজের অভিজ্ঞতার শংসাপত্রও সঙ্গে রাখা প্রয়োজন।
আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত নির্দেশিকা অনুযায়ী ডাকযোগে আবেদন জমা দিতে হবে। ইমেল মারফতও আবেদন পাঠানো যাবে। আবেদনের শেষ দিন ১০ মার্চ। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।