সেন্ট্রাল ইলেক্ট্রোকেমিক্যাল রিসার্চ ইনস্টিটিউটে কর্মী প্রয়োজন। কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর)-এর অধীনস্থ এই প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, জুনিয়র স্টেনোগ্রাফার এবং জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদে মোট ১০ জনকে নিয়োগ করা হবে।
জুনিয়র স্টেনোগ্রাফার পদে অনূর্ধ্ব ২৭ বছর বয়সিরা আবেদনের সুযোগ পাবেন। তাঁদের দ্বাদশ উত্তীর্ণ হওয়া প্রয়োজন। একই সঙ্গে স্টেনোগ্রাফিতে দক্ষ হওয়া আবশ্যক। এ ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে নিয়োগে অগ্রাধিকার মিলবে। লিখিত পরীক্ষা এবং প্রফিশিয়েন্সি টেস্টের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।
আরও পড়ুন:
জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট হিসাবে দ্বাদশ উত্তীর্ণদের নিয়োগ করা হবে। তবে এ ক্ষেত্রে প্রার্থীদের কম্পিউটার ব্যবহার করে কাজের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকা প্রয়োজন। লিখিত পরীক্ষার পাশাপাশি, মেন্টাল এবিলিটি টেস্ট এবং টাইপিং টেস্টের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে।
অনলাইনে প্রার্থীরা আবেদন জানানোর সুযোগ পাবেন। আবেদনের শেষ দিন ১৮ মার্চ। আবেদনমূল্য ৫০০ টাকা। নিযুক্তদের জেনারেল, ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্ট, স্টোরস অ্যান্ড পারচেজ় বিভাগে কাজ করতে হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।