মেডিক্যাল শাখায় অধ্যাপনা এবং শিক্ষকতার সুযোগ জোকার কর্মচারী রাজ্য বিমা নিগমে। কেন্দ্রের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অধীনস্থ এমপ্লয়িজ় স্টেট ইন্সিওরেন্স কর্পোরেশন (ইএসআইসি)-র জোকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে টিচিং ফ্যাকাল্টি প্রয়োজন। তাঁদের ওই হাসপাতালে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে কাজ করতে হবে। শূন্যপদ ৫২।
উল্লিখিত পদে অনূর্ধ্ব ৬৯ বছর বয়সিদের নিয়োগ করা হবে। তাঁদের ডক্টর অফ মেডিসিন (এমডি), মাস্টার অফ সার্জারি (এমএস) কিংবা ডিপ্লোম্যাট অফ ন্যাশনাল বোর্ড (ডিএনবি) ডিগ্রি থাকা প্রয়োজন। এ ক্ষেত্রে ন্যূনতম তিন বছর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিল স্বীকৃত জার্নালে অন্তত চারটি গবেষণাপত্র প্রকাশিত হওয়া প্রয়োজন।
আরও পড়ুন:
এ ছাড়াও প্রার্থীদের সিনিয়র রেসি়ডেন্ট পদে পূর্বে কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। উল্লিখিত পদে নিযুক্তদের জন্য ১ লক্ষ ২৫ হাজার ২৪৫ টাকা থেকে ২ লক্ষ ৫৫ হাজার ৯৬০ টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। তাঁদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। এর জন্য প্রার্থীদের একটি ফর্ম পূরণ করে তার সঙ্গে সমস্ত নথি নিয়ে জোকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে উপস্থিত থাকা প্রয়োজন।
তবে, ইন্টারভিউয়ে আসার সময় ৫০০ টাকার ডিমান্ড ড্রাফট সঙ্গে রাখা আবশ্যক। ২৮ এবং ২৯ জুলাই ইন্টারভিউ নেওয়া হবে। ওই দিন সকাল সাড়ে ১০টা মধ্যে হাসপাতালে উপস্থিত হওয়া প্রয়োজন। কারা ইন্টারভিউ নেবেন, কী কী নথি সঙ্গে রাখতে, সেই সম্পর্কে যাবতীয় তথ্য জানতে ইএসআইসি-র ওয়েবসাইটটি (esic.gov.in) দেখে নিতে পারেন।