সিনিয়র রেসিডেন্ট পদে কর্মখালি। কামারহাটির কলেজ অফ মেডিসিন ও সাগরদত্ত হাসপাতালে ওই পদে কর্মী নিয়োগ করা হবে। রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদে নিযুক্ত ব্যক্তির জন্য প্রতি মাসে ৭০ হাজার পারিশ্রমিক ধার্য করা হয়েছে। তবে, বিজ্ঞপ্তিতে এও জানানো হয়েছে, প্রাপ্ত আবেদনপত্রের ভিত্তিতে শূন্যপদের সংখ্যা বৃদ্ধি করা হতে পারে।
সংশ্লিষ্ট পদে ডক্টর অফ মেডিসিন (এমডি), ডিপ্লোমেট অফ ন্যাশনাল বোর্ড (ডিএনবি) কিংবা মাস্টার অফ সার্জারি (এমএস) ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল অনুমোদিতে রেজিস্ট্রেশন নম্বর থাকা আবশ্যক।
আরও পড়ুন:
মোট এক বছরের চুক্তিতে নিযুক্তদের কাজ করতে হবে। পারিশ্রমিক হিসাবে প্রতি মাসে ৭০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এ ক্ষেত্রে প্রার্থীদের ইন্টারভিউয়ের দিনই আবেদনপত্র জমা দিতে হবে।
২৪ মার্চ সাগরদত্ত হাসপাতালে কনফারেন্স রুমে ওই ইন্টারভিউ নেওয়া হবে। সেই দিন আবেদনপত্রের সঙ্গে জীবনপঞ্জি, ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের শংসাপত্র-সহ অন্যান্য নথি সঙ্গে রাখা প্রয়োজন। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।