মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সেস-এর অধীনস্থ প্রতিষ্ঠানে কর্মখালি। ন্যাশনাল সেন্টার ফর পোলার অ্যান্ড ওশান রিসার্চে সায়েন্টিস্ট পদে কাজ করতে হবে। মোট তিনটি পদে কর্মী নিয়োগ করা হবে।
পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা, জিয়োলজি, অ্যাপ্লায়েড জিয়োলজি, মেরিন বায়োলজি, মেরিন সায়েন্সেস, আর্থ সায়েন্সেস, কেমিক্যাল সায়েন্সেস, এনভায়রনমেন্টাল সায়েন্সেস, বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা উল্লিখিত পদে কাজের সুযোগ পাবেন। তবে উল্লিখিত পদে পূর্বে ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
আরও পড়ুন:
নিযুক্তদের সপ্তম পে কমিশন নির্ধারিত লেভেল ১০ থেকে ১২-এর অধীনে বেতন দেওয়া হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে আরও বিশদ তথ্য জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
আবেদনকারীদের বয়স ৪৫ থেকে ৫০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। অনলাইনে একটি ফর্ম পূরণ করে তার সঙ্গে সমস্ত আনুষঙ্গিক নথি জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১১ এপ্রিল। এই বিষয়ে আরও জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।