আশুতোষ কলেজে রাজ্যের মহিলা উদ্যোগপতিদের নিয়ে গবেষণা চলছে। ওই প্রকল্পে মহিলা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন। কলেজের তরফে জানানো হয়েছে, ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ-এর (আইসিএসএসআর) অর্থপুষ্ট প্রকল্পে নিযুক্তকে কাজ করতে হবে। শূন্যপদ একটি।
সমাজ বিজ্ঞান, বাণিজ্য, ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) উত্তীর্ণ হওয়া প্রয়োজন। এ ছাড়াও উল্লিখিত বিষয়ে এমফিল, পিএইচডি সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিরাও আবেদনের সুযোগ পাবেন। তবে, উভয় ক্ষেত্রে সমাজমাধ্যম, ডিজিটাল ক্ষেত্র থেকে তথ্য সংগ্রহ করে গবেষণার কাজ করেছেন, এমন মহিলা প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
আরও পড়ুন:
নিযুক্তের জন্য প্রতি মাসে ৩৭ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। তাঁকে বাংলার সঙ্গে ইংরেজিতেও সাবলীল হতে হবে। মোট আট মাসের চুক্তিতে ওই প্রকল্পে কাজ চলবে, পরে ওই মেয়াদ পরিবর্তন করা হতে পারে।
আগ্রহীদের ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। ২১ নভেম্বর আবেদনের শেষ দিন। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে। কলেজের বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে নিযুক্তের কাজ চলবে।