কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক অধীনস্থ সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড-এর (বেল) তরফে কর্মী নিয়োগ করা হবে। সংস্থার তরফে প্রকাশিত নিয়োগ-বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে নিযুক্তদের কাজের সুযোগ মিলবে। তাঁরা সংস্থার বিভিন্ন প্রকল্পে অস্থায়ী ভাবে কাজের সুযোগ পাবেন। এ জন্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। মঙ্গলবার থেকেই শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া।
সংস্থায় ট্রেনি ইঞ্জিনিয়ার-১ বা শিক্ষানবিশ পদে নিয়োগ হবে। মোট শূন্যপদ ৪৭টি। নিযুক্তদের কাজের চুক্তির মেয়াদ থাকবে দু’বছর। এর পর তাঁদের কাজের দক্ষতা এবং সংস্থার প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ আরও এক বছর বাড়ানো হতে পারে। নিযুক্তদের বেতন হবে মাসে ৩০,০০০ টাকা। প্রতি বছর চুক্তির মেয়াদ বাড়ার সঙ্গে বেতনের পরিমাণ ৫,০০০ টাকা করে বাড়বে। এ ছাড়াও অন্য সুযোগসুবিধা দেওয়া হবে তাঁদের।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের জন্য বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। পাশাপাশি, তাঁদের ইঞ্জিনিয়ারিংয়ের নানা বিষয়ে বিই/ বিটেক/ বিএসসি/ এমই/ এমটেক অথবা এমসিএ ডিগ্রি থাকতে হবে।
সংশ্লিষ্ট পদে লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। এ জন্য তাঁদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন আগামী ৫ নভেম্বর। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য প্রার্থীদের মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।