বীরভূম জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতিতে চাকরির সুযোগ। বৃহস্পতিবার এই মর্মে রাজ্য স্বাস্থ্য দফতর এবং জেলা প্রশাসনের ওয়েবসাইটে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, চুক্তির ভিত্তিতে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। এ জন্য চাকরিপ্রার্থীদের থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।
জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতির তরফে নিয়োগ হবে মেডিক্যাল অফিসার (জিডিএমও), মাল্টিরিহ্যাবিলিটেশন ওয়ার্কার, ল্যাবরেটরি টেকনিশিয়ান, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, ব্লক এপিডেমোলজিস্ট এবং ব্লক পাবলিক হেলথ ম্যানেজার পদে। শূন্যপদের সংখ্যা ৩০। নিযুক্তদের ন্যাশনাল আরবান হেলথ মিশন (এনএইচএম)-এর অধীনে কাজ করতে হবে।
প্রতিটি পদের জন্য যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে। কিছু পদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর। আবার অন্য পদগুলির জন্য বয়সের ঊর্ধ্বসীমা ৬০ বছর। সংরক্ষিতদের জন্য থাকবে ছাড়। পদ অনুযায়ী, নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ১৩,০০০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ৬০,০০০ টাকা পর্যন্ত। তাঁদের পোস্টিং হবে বীরভূমের যে কোনও স্বাস্থ্যকেন্দ্রে।
আরও পড়ুন:
জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার পদে আবেদনের জন্য প্রার্থীদের এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। বাকি পদগুলির জন্য যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে, যা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সমস্ত পদে শিক্ষাগত যোগ্যতা, কম্পিউটার পরিচালনার পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে।
আগ্রহীদের এ জন্য মূল বিজ্ঞপ্তিতে দেওয়া লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য আবেদনমূল্যের পরিমাণ ৫০ এবং ১০০ টাকা। আবেদন প্রক্রিয়া চলবে ১৮ অক্টোবর পর্যন্ত। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।