বীরভূম জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতিতে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জেলায় চুক্তির ভিত্তিতে কাজের সুযোগ মিলবে। এ জন্য ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অনলাইন আবেদন প্রক্রিয়া।
জেলায় নিয়োগ হবে মেডিক্যাল টেকনোলজিস্ট (অপ্টোমেট্রি) পদে। শূন্যপদ একটি। নিযুক্ত ব্যক্তির পোস্টিং জেলার মুখ্য স্বাস্থ্য অধিকর্তার কার্যালয় বা অন্য স্বাস্থ্য কেন্দ্রে। সপ্তাহে তিন দিন কাজের দায়িত্ব দেওয়া হবে নিযুক্ত ব্যক্তিকে। দৈনিক বেতন হবে ১০০০ টাকা।
আরও পড়ুন:
-
ক্যাট-এর অ্যাডমিট কার্ড প্রকাশের দিনক্ষণ নিয়ে বিভ্রান্তি, অবশেষে জানানো হল সময়সীমা
-
ক্যানসার নিয়ে গবেষণার কাজ আইএসআই কলকাতায়, কী ভাবে যাচাই করা হবে প্রার্থীদের যোগ্যতা?
-
এনআইআরএফ র্যাঙ্কিং তালিকায় থাকা প্রতিষ্ঠানে এমবিএ করবেন! কত নম্বর থাকতে হবে ক্যাট-এ?
-
রাজ্যের মেডিক্যাল স্নাতকোত্তরে ভর্তির প্রথম রাউন্ডের কাউন্সেলিং শুরু, দ্বিতীয় রাউন্ড কবে?
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। পাশাপাশি তাঁদের উচ্চমাধ্যমিকে বিজ্ঞান নিয়ে উত্তীর্ণ হওয়ার পর মেডিক্যাল টেকনোলজি (অপ্টোমেট্রি)-তে ডিপ্লোমা থাকতে হবে। এ ছাড়াও যোগ্যতা অন্য মাপকাঠি রয়েছে।
সংশ্লিষ্ট পদে কম্পিউটার পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে। চাকরিপ্রার্থীদের এ জন্য রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ১৭ নভেম্বর আবেদনের শেষ দিন। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে মূল বিজ্ঞপ্তি থেকে।