কর্মী নিয়োগ করবে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট। এই মর্মে বৃহস্পতিবার নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পোর্টের ওয়েবসাইটে। জানানো হয়েছে, সংস্থায় চুক্তির ভিত্তিতে কাজের সুযোগ মিলবে। নিযুক্তদের পোস্টিং হবে হলদিয়াতে। প্রার্থীরা এ জন্য অফলাইনে আবেদন করতে পারবেন।
পোর্টের হলদিয়া ডক কমপ্লেক্সের অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের জন্য এই নিয়োগ। কর্মী নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (টেনাসিটি ম্যানেজমেন্ট) পদে। মোট শূন্যপদ তিনটি। নিয়োগের পর কর্মীদের তিন বছরের চুক্তিতে পোর্টে কাজ করতে হবে। তবে শর্তসাপেক্ষে বাড়তে পারে এই মেয়াদ। নিযুক্তদের বেতন হবে মাসে ৫৭,০০০ টাকা।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে অনূর্ধ্ব ৩০ বছর বয়সিরা আবেদন করতে পারবেন। পাশাপাশি, তাঁদের যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। দু’বছরের পেশাগত অভিজ্ঞতা থাকলে মিলবে অগ্রাধিকার।
এ জন্য প্রার্থীদের বিজ্ঞপ্তি অনুযায়ী ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্য প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। আগামী ৫ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এ বিষয়ে আরও জানতে পোর্টের ওয়েবসাইট থেকে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।