গবেষণাধর্মী কাজের জন্য কর্মী নিয়োগ করা হবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি এই মর্মে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জারি করা হয়েছে নিয়োগ-বিজ্ঞপ্তি। জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের নিউটাউন ক্যাম্পাসে প্রকল্পের কাজ হবে। এ জন্য অর্থ সহায়তা করবে কেন্দ্রীয় সরকার। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের নিউটাউন ক্যাম্পাসের ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেস-এর জন্য এই নিয়োগ। প্রতিষ্ঠানে লিউকেমিয়া নিয়ে গবেষণা প্রকল্পের কাজ হবে। এটি কেন্দ্রীয় সংস্থা অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (এএনআরএফ)-এর অর্থপুষ্ট।
প্রকল্পে একজন প্রজেক্ট ইন্টার্ন প্রয়োজন। নিযুক্ত ব্যক্তির ইন্টার্নশিপের মেয়াদ থাকবে দু’মাস। তাঁর কাজ শুরু হবে চলতি বছরের ডিসেম্বর থেকে। চলবে আগামী বছর জানুয়ারি পর্যন্ত। তাঁকে প্রতি মাসে বৃত্তি বাবদ ৫০০০ টাকা দেওয়া হবে।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে আবেদনকারীকে জীবনবিজ্ঞানের যে কোনও বিষয়ে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে। যাঁদের এ বিষয়ে গবেষণার অভিজ্ঞতা রয়েছে, তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
আগ্রহীদের জীবনপঞ্জি-সহ অন্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ১৪ নভেম্বর আবেদনের শেষ দিন। এর পর সংশ্লিষ্ট পদে ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে আগামী ১৮ নভেম্বর সকাল ১১টা থেকে। এ বিষয়ে বিস্তারিত জানতে পড়ুয়াদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে।