বর্ধমান পৌরসভায় চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। কিছু দিন আগেই সেই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পৌরসভার তরফে। সমস্ত পদই সাম্মানিক। শুধু মহিলা প্রার্থীদেরই এই পদে নিয়োগ করা হবে। নিয়োগের জন্য প্রার্থীদের থেকে আবেদনপত্র গ্রহণ করা হবে অফলাইনে।
পৌরসভায় নিয়োগ হবে অনারারি হেলথ ওয়ার্কার (এইচএইচডব্লিউ) বা সাম্মানিক স্বাস্থ্যকর্মী পদে। মোট শূন্যপদ রয়েছে ৩৬টি। মহিলা প্রার্থীদের এর জন্য বর্ধমান পৌরসভার বাসিন্দা হতে হবে। বয়স হতে হবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের ক্ষেত্রে বয়ঃসীমায় খানিকটা ছাড় থাকবে।
আরও পড়ুন:
এই পদে আবেদন করতে পারবেন বিবাহিত/ বিবাহবিচ্ছিন্না/ বিধবা সমস্ত মহিলাই। তাঁদের শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলেই চলবে। তবে সামাজিক কাজকর্মের প্রতি আগ্রহ বা পূর্ব অভিজ্ঞতা থাকলেও ভাল। উচ্চ যোগ্যতাসম্পন্নরাও এই পদে আবেদন করতে পারবেন, তবে সে ক্ষেত্রে নিয়োগের সময় তাঁদের মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরকেই গণ্য করা হবে। নিযুক্তদের পারিশ্রমিক দেওয়া হবে ৪,৫০০ টাকা প্রতি মাসে।
আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি পৌরসভার অফিসে গিয়ে জমা দিতে হবে। আবেদনের শেষ দিন আগামী ৩০ জানুয়ারি। বাছাই প্রার্থীদের পৌরসভা নির্ধারিত পদ্ধতি মেনেই এই পদে নিয়োগ করা হবে। এই বিষয়ে বিশদ জানার জন্য প্রার্থীদের পৌরসভার ওয়েবসাইট দেখে নিতে হবে।