কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এ শিক্ষকতার সুযোগ। প্রতিষ্ঠানে নার্সিং বিষয়ে পড়ানোর জন্য লেকচারার প্রয়োজন। শূন্যপদ একটি।
নার্সিং বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা উল্লিখিত পদে কাজের আবেদন করতে পারবেন। তাঁদের রেজিস্ট্রার্ড ‘নার্স মিডওয়াইফ’ হতে হবে। পাশাপাশি, নার্সিং ক্ষেত্রে তাঁদের পাঁচ বছরের এবং শিক্ষকতায় দু’বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
আরও পড়ুন:
উল্লিখিত পদে নিযুক্তের বয়স ৫০ বছরের মধ্যে হতে হবে। কাজের অভিজ্ঞতার নিরিখে প্রাথমিক পর্যায়ের জন্য প্রার্থীদের বেছে নেবে বিশেষজ্ঞ কমিটি। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত পদে নিয়োগ করা হবে।
আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্য নথি উল্লিখিত ই-মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। ১০ ডিসেম্বর আবেদনের শেষ দিন। আবেদনমূল্য ৩,৫৪০ টাকা। উল্লিখিত পদে নিয়োগের শর্তাবলি বিশদে জানতে প্রার্থীরা মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।