দক্ষিণ দিনাজপুর জেলায় বিভিন্ন পদে কাজের সুযোগ। চুক্তির ভিত্তিতে জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতির তরফে কর্মী নিয়োগ করা হবে।
জেলায় স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন কর্মসূচির জন্য মোট ৩৭টি পদে কর্মী নিয়োগ করা হবে। ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, কমিউনিটি নার্সি, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, ফেসিলিটি লেভেল কোয়ালিটি ম্যানেজার, মেডিক্যাল অফিসার, স্টাফ নার্স, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, স্পেশ্যালিস্ট— এই পদগুলিতে কর্মখালি রয়েছে।
আরও পড়ুন:
প্রতিটি পদে শুধু মাত্র রাজ্যের বাসিন্দারাই আবেদন করার সুযোগ পাবেন। সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে ২১ থেকে ৬৭ বছর বয়সিদের আবেদন গৃহীত হবে। চাহিদার ভিত্তিতে উল্লিখিত পদের জন্য ক্লিনিক্যাল সাইকোলজি, আয়ুষ, নার্সিং, অগজ়িলারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফেরি (এএনএম), জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফরি (জিএনএম), ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ডিগ্রিপ্রাপ্তদের আবেদন গ্রহণ করা হবে। পদপ্রার্থীদের যোগ্যতা ইন্টারভিউয়ের মাধ্যমে যাচাই করে নেবে বিশেষজ্ঞ কমিটি। নিযুক্তেরা প্রতি মাসে ১৩ হাজার টাকা থেকে ৬০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন।
অনলাইনে সমস্ত নথি-সহ আবেদনপত্র জমা দিয়ে আবেদন করতে হবে। অসংরক্ষিত এবং সংরক্ষিত শ্রেণিভুক্ত প্রার্থীদের যথাক্রমে ১০০ টাকা এবং ৫০ টাকা আবেদনমূল্য হিসাবে ধার্য করা হয়েছে। আগ্রহীদের ৩০ নভেম্বরের মধ্যে আবেদন জমা দিতে হবে। এই বিষয়ে বিশদ জানতে রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে রিক্রুটমেন্ট বিভাগে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।