স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নেরা কলকাতার রাষ্ট্রায়ত্ত গবেষণা সংস্থায় কাজের সুযোগ পেতে পারেন। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর), কলকাতার সেন্টার ফর ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ়ের গবেষণা প্রকল্পে এমন ব্যক্তি প্রয়োজন। এ ক্ষেত্রে ওই ব্যক্তিকে কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির সিড ডিভিশনের অর্থপুষ্টে প্রকল্পের একটি মাত্র পদে কাজ করতে হবে।
প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে ওই প্রকল্পের কাজ চলবে। ন্যাচরাল সায়েন্সেস, এগ্রিকালচারাল সায়েন্সেস, ভেটেরিনারি সায়েন্সেস বিষয়ের মধ্যে যে কোনও একটিতে স্নাতকোত্তর যোগ্যতা থাকা প্রয়োজন। তবে যাঁরা টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, মেডিসিন শাখার কোনও বিষয়ে স্নাতক হয়েছেন, তাঁরাও আবেদনের সুযোগ পাবেন।
আরও পড়ুন:
তবে উভয় ক্ষেত্রেই আবেদনকারীদের বায়োরিমেডিটেশন নিয়ে গবেষণামূলক কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। এ ক্ষেত্রে অনূর্ধ্ব ৩৫ বছর বয়সি ব্যক্তিরা আবেদন জানাতে পারবেন। প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট হিসাবে নিযুক্ত ব্যক্তিকে এক বছরের চুক্তিতে কাজ করতে হবে। পারিশ্রমিক হিসাবে প্রতি মাসে ২০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
আগ্রহীদের সরাসরি ইন্টারভিউয়ের জন্য উপস্থিত থাকতে হবে। আলাদা করে আবেদন জানানোর প্রয়োজন নেই। তবে গবেষণা প্রকল্পের কাজ সম্পর্কে আরও তথ্য জানতে হলে ইমেল মারফত সংস্থার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন। এর বিশদ তথ্য আইআইএসইআর, কলকাতার ওয়েবসাইটে (iiserkol.ac.in) পেয়ে যাবেন।