রাষ্ট্রায়ত্ত বৈদ্যুতিন সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে কর্মখালি। ওই সংস্থায় ভিজ়িটিং মেডিক্যাল অফিসার প্রয়োজন। এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা ওই পদে কাজের জন্য আবেদনের সুযোগ পাবেন। তবে, শূন্যপদ একটি।
উল্লিখিত পদে নিযুক্তকে ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের অন্ধ্রপ্রদেশের দফতরে কাজ করতে হবে। নিযুক্তকে ওই সংস্থার মছলিপত্তম ইউনিটের কর্মী চিকিৎসা সংক্রান্ত পরিষেবা এবং পরামর্শ দিতে হবে। প্রার্থীদের বয়স ৬৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
আরও পড়ুন:
মোট দু’বছরের চুক্তিতে নিযুক্তদের কাজ করতে হবে। এর জন্য প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ৬৫ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। অ্যালোপ্যাথি বিভাগের মেডিক্যাল অফিসার হিসাবে তাঁকে নিয়োগ করা হবে।
ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। তবে, এ জন্য আলাদা করে আবেদন জমা দেওয়ার প্রয়োজন নেই। ২৯ জুলাই সরাসরি অন্ধ্রপ্রদেশের দফতরে ইন্টারভিউয়ের জন্য উপস্থিত থাকতে হবে। ওই দিন জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা এবং কর্মজীবনের শংসাপত্রের মতো নথি সঙ্গে রাখা প্রয়োজন।