চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটে কর্মখালি। ওই হাসপাতালের স্পেশালিস্ট পদে নিয়োগ করা হবে। ওই কাজের জন্য এক জন কর্মী প্রয়োজন। শূন্যপদ একটি।
ওই পদে প্যাথোলজি বিষয়ে (ডিএম), ডক্টর অফ মেডিসিন (এমডি), ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিকে নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে ন’বছর তাঁর অঙ্কো-প্যাথোলজি নিয়ে ক্যানসার রিসার্চ সেন্টার বা সরকারি হাসপাতালে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে নিযুক্তকে সপ্তম পে কমিশন নির্ধারিত লেভেল ১৪-এর অধীনে বেতন দেওয়া হবে। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউ সরাসরি ওই পদে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে।
ডাকযোগে আগ্রহীদের আবেদনপত্র জমা দিতে হবে। এর জন্য ১,০০০ টাকা আবদনমূল্য নির্ধারণ করা হয়েছে। আবেদন সংক্রান্ত বিষয়ে আরও তথ্যের জন্য চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের ওয়েবসাইটে (cnci.ac.in) প্রকাশিত মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন। আবেদনের শেষ দিন ২১ জুলাই।