কোচিন শিপইয়ার্ড লিমিটেডে চাকরির সুযোগ। সম্প্রতি সংস্থার ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
ফায়ারম্যান নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। মোট শূন্যপদ রয়েছে ২৪টি। তিন বছর কাজের মেয়াদ। প্রয়োজন অনুযায়ী এক বছর পর্যন্ত মেয়াদ বৃদ্ধি হতে পারে। প্রথম বছর মাসে বেতন হবে ২২,১০০ টাকা, দ্বিতীয় বছর ২২,৮০০ টাকা এবং তৃতীয় বছর ২৩,৪০০ টাকা বেতন মিলবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দশম উত্তীর্ণ হতে হবে। ‘ড্রাইভিং লাইসেন্স’ থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
প্রথমে কোচিন শিপইয়ার্ড লিমিটেডের ওয়েবসাইটে যেতে হবে। হোমপেজ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। পাশাপাশি আবেদনমূল্য জমা দেওয়া প্রয়োজন। ২৩ মে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে হুগলি কোচিন শিপইয়ার্ড লিমিটেডের ওয়েবসাইটটি দেখতে পারেন।