কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে কর্মী প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, একটি শূন্যপদ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের একটি প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে কাজ করতে হবে। কর্তৃপক্ষের তরফে আগ্রহীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে গবেষণার জন্য জুনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন। তাই পদপ্রার্থীদের পদার্থবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এ ছাড়াও তাঁদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) উত্তীর্ণ হওয়াও আবশ্যক।
আরও পড়ুন:
নিযুক্তদের জন্য প্রথম দু’বছর প্রতি মাসে ২০ হাজার টাকা এবং তৃতীয় বছরে ৩০ হাজার পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। রাজ্য সরকারের ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির অর্থপুষ্ট প্রকল্পে নিযুক্তদের মোট তিন বছরের চুক্তিতে কাজ করতে হবে।
১০ মার্চ ইন্টারভিউ শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে আগ্রহীদের উপস্থিত থাকা প্রয়োজন। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।