রাজ্যে কেন্দ্রীয় শক্তি মন্ত্রকের অধীনস্থ সংস্থা দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি)-এ চাকরির সুযোগ রয়েছে। রবিবার সেই মর্মে সংস্থার তরফে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ হবে আংশিক-সময়ের একটি পদে। এর জন্য আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
সংস্থায় নিয়োগ হবে আংশিক সময়ের কনসালট্যান্ট (রেলওয়ে) পদে। শূন্যপদ রয়েছে একটি। মূলত অবসরপ্রাপ্তদের জন্যই এই কাজের সুযোগ। কর্মী নিয়োগ করা হবে এক বছরের জন্য। নিযুক্ত ব্যক্তির কর্মস্থল হবে কলকাতায় সংস্থার সদর দফতরে। তবে প্রয়োজন হলে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের বিভিন্ন অঞ্চলেও যেতে হবে তাঁকে।
আবেদনকারীদের ইন্ডিয়ান রেলওয়ে ট্র্যাফিক সার্ভিস (আইআরটিএস)-এর অবসরপ্রাপ্ত অফিসার হতে হবে। বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে। অবসরপ্রাপ্ত ব্যক্তির পেনশনের উপর নির্ভর করে পারিশ্রমিকের পরিমাণ স্থির করা হবে। এই বিষয়ে মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
আরও পড়ুন:
-
চলতি বছরের নিট ইউজি-র জন্য রেজিস্ট্রেশন শুরু, আবেদনের শেষ দিন কবে?
-
এমস কল্যাণীতে বিভিন্ন বিভাগে চাকরির সুযোগ, শূন্যপদ রয়েছে ১১৩টি
-
উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষায় কোন কোন বিষয় গুরুত্বপূর্ণ? কোন উপায়ে মিলবে ভাল ফল?
-
শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের হলদিয়া ডক কমপ্লেক্সে কর্মখালি, নিয়োগ কোন পদে?
-
পূর্ব বর্ধমান জেলায় কাজের সুযোগ, নিয়োগ কোন পদে? শূন্যপদই বা কতগুলি?
আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ এই পদে আবেদন করতে হবে। আবেদনের শেষ দিন আগামী ২৫ ফেব্রুয়ারি। এর পর সংশ্লিষ্ট পদে নিয়োগ হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। বাছাই প্রার্থীদের নাম ঘোষণার ইন্টারভিউয়ের দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে। ইন্টারভিউয়ের দিনও সমস্ত নথি সঙ্গে রাখতে হবে প্রার্থীদের। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।