রাজ্য সরকার অধীনস্থ দুর্গাপুর প্রজেক্টস লিমিটেডের টেকনিক্যাল বিভাগে কর্মী নিয়োগ করা হবে। সংস্থার তরফে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
সিনিয়র কনসাল্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। ল্যান্ড বিভাগে কাজ করতে হবে। শূন্যপদ একটি। প্রতি মাসে ৫০ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। প্রথমে কাজের মেয়াদ হবে এক বছরের। প্রয়োজন অনুযায়ী আরও তিন বছর পর্যন্ত বৃদ্ধি করা হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। সংশ্লিষ্ট বিভাগে কাজের অভিজ্ঞতা থাকা চাই। প্রার্থীর বয়স ৬২ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের ওয়েবসাইটে (dpl.net.in) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ৩১ জুলাই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। ওই দিন থেকে আগামী ২১ দিনের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের ওয়েবসাইটটি দেখুন।