সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ় রিসার্চ ইনস্টিটিউট-এ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন। ব্যারাকপুরের এই কেন্দ্রীয় গবেষণাগারে এক জনকে নিয়োগ করা হবে। নিযুক্ত ব্যক্তিকে হিরাকুদ বাঁধের জীববৈচিত্র্য এবং পরিবেশ পর্যবেক্ষণ নিয়ে হওয়া গবেষণা প্রকল্পে কাজ করতে হবে।
মৎস্যবিজ্ঞান বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিকে ওই কাজের জন্য বেছে নেওয়া হবে। এ ক্ষেত্রে তাঁর বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
আরও পড়ুন:
নিযুক্ত ব্যক্তিকে এক বছরের চুক্তিতে কাজ করতে হবে। পরে ওই মেয়াদ কাজের নিরিখে বৃদ্ধি পেতে পারে। পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে ৩৫ হাজার টাকা।
আগ্রহীদের ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের জন্য জীবনপঞ্জি থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের মতো নথি পাঠানো প্রয়োজন। আবেদনের শেষ দিন ২১ সেপ্টেম্বর। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে।