প্রাণিবিদ্যায় উচ্চশিক্ষা লাভ করেছেন, কিংবা মৎস্য বিজ্ঞানে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন প্রার্থীরা ব্যারাকপুরের সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ় রিসার্চ ইনস্টিটিউটের একাধিক গবেষণা প্রকল্পে কাজের সুযোগ পেতে পারেন। শূন্যপদ চারটি।
ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ (আইসিএআর) অধীনস্থ ওই সংস্থায় প্রজেক্ট অ্যাসোসিয়েট এবং ইয়ং প্রফেশনাল নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট পদে নিযুক্তদের বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
আরও পড়ুন:
নিযুক্তদের প্রতি মাসে ৩০ হাজার থেকে ৪২ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। পাঁচ মাস থেকে এক বছরের চুক্তিতে তাঁদের কাজ চলবে। ব্যারাকপুরের সংস্থা ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে।
তবে এর জন্য ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শর্তাবলি জেনে নিতে হলে সংস্থার ওয়েবসাইটে গিয়ে (www.cifri.res.in) মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া প্রয়োজন। আবেদনের শেষ দিন ২৬ জুন। বাছাই করা প্রার্থীদের ৩০ জুন ইন্টারভিউয়ের জন্য ব্যারাকপুর এবং গুজরাতের বডোদরায় উপস্থিত থাকতে হবে।