কর্মী নিয়োগ করবে ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় (ইগনু)। চুক্তির ভিত্তিতে কাজের সুযোগ মিলবে বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একটি স্কুলের জন্য এই নিয়োগ। এ জন্য চাকরিপ্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ কন্টিনিউয়ং এডুকেশনের রুরাল ডেভেলপমেন্ট বিভাগে কর্মী নিয়োগ করা হবে। প্রয়োজন কনসালট্যান্ট বা পরামর্শদাতার। শূন্যপদ দু’টি। পূর্ণ সময়ের এই পদে নিযুক্তদের চুক্তির ভিত্তিতে প্রথমে ছ’মাস কাজের সুযোগ মিলবে। এর পর তাঁর কাজের দক্ষতার উপর নির্ভর করে এই মেয়াদ সর্বাধিক দু’বছর পর্যন্ত বাড়ানো হতে পারে। নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ৪০,০০০ থেকে ৬০,০০০ টাকা।
আরও পড়ুন:
আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে রুরাল ডেভেলপমেন্ট/ সমাজবিদ্যা/ রাষ্ট্রবিজ্ঞান/ জনপ্রশাসন/ সোশ্যাল ওয়ার্কে স্নাতকোত্তর হতে হবে। স্পেশালাইজ়েশন থাকতে হবে রুরাল ডেভেলপমেন্ট এবং পঞ্চায়েতি রাজ বিষয়ে। এ ছাড়া প্রার্থীকে নেট উত্তীর্ণ হতে অথবা পিএইচডি থাকতে হবে।
এ জন্য প্রার্থীদের জীবনপঞ্জি-সহ অন্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন জানাতে হবে। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে নিয়োগ হবে। নিয়োগের শর্তাবলি বিশদ জানার জন্য প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে দেখে নিতে হবে।