প্রতিবেশী দেশ নেপাল উত্তাল যুব সম্প্রদায়ের স্বতঃস্ফূর্ত আন্দোলনে। আবার পশ্চিম এশিয়ায় ইজ়রায়েল-প্যালেস্টাইন দ্বন্দ্বে খাদ্য সঙ্কট দেখা দিয়েছে গাজ়ায়। বিশ্ব রাজনীতির এই ক্রমাগত পটপরিবর্তনের নানা দিক নিয়ে আলোচনা করবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একটি কোর্স। চলতি শিক্ষাবর্ষে পড়ুয়াদের ভর্তির জন্য যা নিয়ে আগেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের তরফে। এ বার সেই কোর্সের ভর্তি প্রক্রিয়ার নিয়মেই আনা হল সামান্য পরিবর্তন। এ জন্য জারি করা হয়েছে নয়া বিজ্ঞপ্তি।
বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ইন্টারন্যাশনাল রিলেশনস্ অ্যান্ড স্ট্র্যাটিজিক স্টাডিজ় বিভাগ গত কয়েক বছর ধরে এই কোর্সের আয়োজন করছে। সংশ্লিষ্ট কোর্সের নাম— ‘গ্লোবাল পলিটিক্স: ট্রেন্ডস অ্যান্ড পারস্পেক্টিভস’। এটি একটি অ্যাডভান্সড ডিপ্লোমা কোর্স। কোর্সটির মেয়াদ এক বছর। সান্ধ্যকালীন এই কোর্সে মোট ৩০টি শূন্য আসনে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে।
যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কোনও বিষয়ে স্নাতকেরা সংশ্লিষ্ট কোর্সে ভর্তির আবেদন করতে পারবেন। আগামী বছর ৫ জানুয়ারি শুরু হবে কোর্সের ক্লাস। কোর্স ফি-র পরিমাণ ৩৩,০৪০ টাকা।
আরও পড়ুন:
পাঠ্যক্রমে থাকবে বিশ্ব রাজনীতি সম্পর্কিত বিভিন্ন তত্ত্ব এবং ধারণা, যুদ্ধ, শান্তি এবং বিশ্ব রাজনীতির ইতিহাস, বিশ্বের ক্রমবর্ধমান সমস্যা, ভূ-রাজনীতি এবং কৌশল, বিশ্ব রাজনীতিতে ভারতের অবস্থান এবং ভূমিকা এবং ‘গ্লোবাল সাউথ’-এর বর্তমান রাজনৈতিক পরিস্থিতি-র মতো নানা বিষয়।
আগ্রহীদের বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনপত্র-সহ অন্য নথি উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে। সঙ্গে জমা দিতে হবে আবেদনমূল্য বাবদ ১০০ টাকাও। আবেদনের শেষ দিন আগামী ৩১ অক্টোবর।
সংশ্লিষ্ট কোর্সে ইন্টারভিউয়ের মাধ্যমে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। ইন্টারভিউয়ের জন্য বাছাই পড়ুয়াদের নাম ঘোষণা করা হবে ১২ সেপ্টেম্বর। এর পর ১৭ ডিসেম্বর সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট স্কুলে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। নির্বাচিতদের নাম ঘোষণা করা হবে ১৮ ডিসেম্বর। এ বিষয়ে বাকি তথ্য বিস্তারিত জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেই।